সর্বশেষ সংবাদ
Home / খেলাধুলা / মাত্র ৫১ রানে অলআউট শ্রীলংকা

মাত্র ৫১ রানে অলআউট শ্রীলংকা

শেরপুর নিউজ ডেস্ক: এশিয়া কাপ অষ্টম শিরোপা জিততে ভারতের দরকার মাত্র ৫১ রান। এশিয়া কাপের শিরোপা নির্ধারণী ম্যাচে ভারতের বিপক্ষে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়েছে শ্রীলঙ্কা। তারা ১৫.২ ওভারে সব উইকেট হারিয়ে মাত্র ৫০ রান সংগ্রহ করেছে শ্রীলঙ্কা। এক মোহাম্মদ সিরাজই যেন শেষ করে দিলেন শ্রীলঙ্কাকে। একাই নিলেন ৬ উইকেট।

রবিবার (১৭ সেপ্টেম্বর) কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে আগে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন লঙ্কান অধিনায়ক দাসুন শানাকা। এশিয়া কাপের সপ্তম শিরোপা জয়ের লক্ষ্যে ব্যাট করতে শুরুতেই বিপাকে পড়েছে তারা। ভারতীয় দুই পেসারের বোলিং তোপে চার ওভারের ভেতরেই ৬ উইকেট হারিয়ে চাপে রয়েছে শ্রীলঙ্কা।

এর আগে নির্ধারিত সময়ের চেয়ে ৪০ মিনিট পর আজ খেলা শুরু হয়। এবারের আসরের নিয়মিত দৃশ্য বৃষ্টি প্রেমাদাসায় টসের পড়েই দেখা যায়। ফলে ম্যাচ কিছুক্ষণ দেরীতে শুরু হয়। ভারতীয় পেসার জাস্প্রিত বুমরাহ ইনিংসের প্রথম ওভারেই সাজঘরে ফেরান লঙ্কান ওপেনার কুশল পেরেরাকে। এরপর একে একে সাজঘরের পথ ধরে বাকি টপ অর্ডাররাও। মোহাম্মদ সিরাজের করা চতুর্থ ওভারে প্যাভিলিয়নের পথ ধরেন চার টপ অর্ডার। এতে প্রথম ভারতীয় বোলার হিসেবে এক ওভার চার উইকেট নেওয়ার কীর্তি গড়লেন সিরাজ। শেষ পর্যন্ত ৭ ওভারে এক মেইডেনসহ মাত্র ২১ রানে ৬টি উইকেট নেন সিরাজ। হার্দিক পান্ডিয়া ৩ রানে নেন ৩ উইকেট।

প্রসঙ্গত, এশিয়া কাপে এতদিন সর্বনিম্ন স্কোর ছিল ৮৭ রানের। ২০০০ সালে পাকিস্তানের বিপক্ষে অলআউট হয়েছিল বাংলাদেশ। এবার সে রেকর্ড ভাঙল শ্রীলঙ্কা। এশিয়া কাপের ফাইনালে এর আগের সর্বনিম্ন স্কোরটি ছিল ১৭৩ রানের। শ্রীলঙ্কা থামল তার অনেক আগেই।

 

Check Also

ওয়েস্ট ইন্ডিজ সফরের নারী দল ঘোষণা করলো বাংলাদেশ

শেরপুর নিউজ ডেস্ক: তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে চলতি মাসেই ওয়েস্ট ইন্ডিজ সফর করবে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven + 5 =

Contact Us