শেরপুর নিউজ: বগুড়ার শেরপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে তিনদিন ব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন করা হয়েছে। ১৭ সেপ্টেম্বর রবিবার সকাল সাড়ে দশটায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী অফিসার সানজিদা সুলতানার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া ৫ আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া প্রেসক্লাবের অন্যতম সদস্য ও সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক আলহাজ্ব মুন্সী সাইফুল বারী ডাবলু, উপজেলা প্রকৌশলী মোঃ লিয়াকত আলী, ভবানীপুর ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ প্রমুখ।
এর আগে প্রধান অতিথি ফিতা কেটে উন্নয়ন মেলার উদ্বোধন করেন এবং মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন।