ধুনট (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার ধুনটের গ্রামীণ ঐতিহ্য ও সংস্কৃতি নতুন প্রজন্মের মাঝে তুলে ধরার প্রত্যয়ে ধুনট থিয়েটারের আয়োজনে গীতি আলোখ্যের শুভ উদ্বোধন করা হয়েছে। রবিবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় ধুনট কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী (বিপিএম-পিপিএম)।
ধুনট থিয়েটারের সভাপতি ও ধুনট উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক টিআইএম নূরুন্নবী তারিকের সভাপতিত্বে উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ গ্রাম থিয়েটারের সাধারণ সম্পাদক তৌফিক হাসান ময়না।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ধুনটের কৃতি সন্তান রাজশাহী বিশ^বিদ্যালয়ের প্রফেসর ড. আমিনুল ইসলাম, বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (শেরপুর সার্কেল) সজীব শাহরীন, ধুনট থানার ওসি রবিউল ইসলাম, ইন্সপেক্টর তদন্ত মনিরুল ইসলাম, বাংলাদেশ গ্রাম থিয়েটারের প্রচার সম্পাদক আব্দুল হান্নান, সমন্নয়কারী শাহাজাদ আলী বাদশা, ধুনট সদর ইউপি চেয়ারম্যান মাসুদ রানা, মথুরাপুরের চেয়ারম্যান হাসান আহমেদ জেমস, গোসাইবাড়ীর চেয়ারম্যান মাসুদুল হক বাচ্চু, এলাঙ্গীর চেয়ারম্যান তোজাম্মেল হক, নিমগাছীর চেয়ারম্যান সোনিতা নাসরিন, উপজেলা যুবলীগের সভাপতি ভিপি শেখ মতিউর রহমান, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক সাচ্চু মল্লিক, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সালেহ স্বপন প্রমূখ।