শেরপুর নিউজ ডেস্ক: সোশ্যাল মিডিয়ায় প্রায়শই এমন কিছু অদ্ভুত জিনিস ভাইরাল হয়, যা দেখে চোখ কপালে ওঠার জোগাড় হয় অধিকাংশ নেটিজেনের। এবার এমন একটি জিনিস সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যাতে আপনার হুঁশ উড়ে যাবে।
ইংল্যান্ডের এক ফুল-ফল-সবজির মেলায় ৯ কেজি ওজনের এক পেঁয়াজ নিয়ে উপস্থিত হয়েছেন এক ব্যক্তি। এরই মধ্যে এটি মেলার মূল আকর্ষণে পরিণত হয়েছে। সবচেয়ে বেশি ওজনের পেঁয়াজের স্বীকৃতি পেতে যাচ্ছেন পেঁয়াজের মালিক।
হ্যারোগেট অটাম ফ্লাওয়ার শোতে ওই পেঁয়াজ নিয়ে আসেন গ্যারেথ গ্রিফিত নামের ওই ব্যক্তি। গিনেসে এর আগের রেকর্ড ছিল সাড়ে ৮ কেজি। তাও প্রায় ১০ বছর আগে এই মেলাতেই আনা হয়েছিল।
সংবাদমাধ্যম ইউপিআই বলছে, মেলার ইডিবল প্যাভিলিয়নে দেখানো হয় এই পেঁয়াজ। পাশেই বড়সড় আরও অনেক সবজি ছিল। এসব সবজি দেখতে ভিড় লেগে গেছে। গিনেসে যাবতীয় তথ্য পাঠানো হয়েছে।