শেরপুর নিউজ: বগুড়ার শেরপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব মুন্সী সাইফুল বারী ডাবলু বলেছেন জননেত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়ন কর্মকাণ্ড দেখে বিরোধীদল এখন দিশেহারা হয়ে পড়েছে। তারা আবারও নানা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।
আন্দোলনের নামে দেশে আবার বিশৃংখলা সৃষ্টি করতে চায়। বিরোধী দলের ষড়যন্ত্র সম্পর্কে সকলকে সতর্ক থাকতে হবে।
তিনি ১৭ সেপ্টেম্বর রবিবার সন্ধ্যায় শেরপুর উপজেলার ভাটরা সরকারী প্রাথমিক বিদ্যালয় চত্বরে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তৃতায় উপরোক্ত কথা বলেন।
৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নূরুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সদস্য মোহাম্মদ আলী, খানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি পরিমল কুমার কুন্ডু, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, সাংগঠনিক সম্পাদক রাশেদুল হক। শেষে নূরুল ইসলাম খান কে আহ্বায়ক করে ২০১ সদস্য বিশিষ্ট ভাটরা সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র কমিটি এবং ভাটরা ও ভীমজানী গ্ৰাম আওয়ামী লীগের কমিটি গঠন করা হয়।