সর্বশেষ সংবাদ
Home / বগুড়ার খবর / ধুনট / ধুনটে খামার থেকে ৬টি গরু চুরি

ধুনটে খামার থেকে ৬টি গরু চুরি

ধুনট (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার ধুনট উপজেলায় রাতের আঁধারে খামার থেকে ৬টি গরু চুরি করেছে দূর্বৃত্তরা। বুধবার দিবাগত মধ্যরাতে উপজেলার নিমগাছি ইউনিয়নের নিত্তিপোতা উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

সংবাদ পেয়ে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ধুনট-শেরপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সজীব শাহরীন ও ধুনট থানার ওসি রবিউল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিত্তিপোতা গ্রামের জসিম উদ্দিনের ছেলে শামছুল আলম দীর্ঘদিন ধরে গরুর খামার করেছেন। ওই খামারের গরু লালন পালন এবং রাতে পাহারা দেওয়ার জন্য দুইজন লোক রয়েছে। বুধবার রাতে ওই খামার প্রাঙ্গনে কাজের লোকসহ কয়েকজন মিলে রাত ১১টা পর্যন্ত খিচুরি রান্নার আয়োজন করে।

খিচুর খাওয়ার পর পাহারাদার ঠান্ডু মিয়ারে সেখানে রেখে সবাই বাড়ি ফিরে যায়। রাত ৩টার দিকে একদল দূর্বৃত্ত খামারে প্রবেশ করে পাহারাদার ঠান্ডুকে দড়ি দিয়ে বেঁধে রেখে মারপিট করে। এরপর খামার থেকে বিদেশী জাতের ৫টি এবং দেশী জাতের ১টিসহ মোট ৬টি গরু চুরি করে নিয়ে যায় দূর্বৃত্তরা। এতে ওই খামারির প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। এ ঘটনায় খামারির স্ত্রী সেলিনা খাতুন থানায় একটি সাধারনণ ডায়েরি করেছেন।

ধুনট থানার ওসি রবিউল ইসলাম জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। চুরি যাওয়া গরু উদ্ধারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

Check Also

গাঁজায় গণহত্যার প্রতিবাদে ধুনটে বিক্ষোভ

এম,এ রাশেদ: ফিলিস্তিনের গাঁজায় ইসরায়েলের চলমান নির্মম গণহত্যা ও আগ্রাসনের প্রতিবাদে বগুড়ার ধুনটে বিক্ষোভ মিছিল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Contact Us