সর্বশেষ সংবাদ
Home / অর্থনীতি / রুপিতে লেনদেনের অনুমতি পেল আরো ২ ব্যাংক

রুপিতে লেনদেনের অনুমতি পেল আরো ২ ব্যাংক

শেরপুর নিউজ ডেস্ক: বাংলাদেশ-ভারতের মধ্যে রুপিতে বাণিজ্য চালুর পর থেকে অনেক ব্যাংকই আগ্রহ দেখিয়েছে লেনদেনে। মূলত ডলারের ওপর অতিমাত্রায় নির্ভরতা কমানো ও ডলার সাশ্রয়ে চলতি বছরের জুলাইয়ে রুপিতে লেনদেন চালু হয়। রুপিতে লেনদেনের জন্য নতুন করে আরো দু’টি ব্যাংক অনুমতি পেয়েছে। ব্যাংক দু’টি হলো ইসলামী ব্যাংক এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। এর ফলে রুপিতে বাণিজ্য পরিচালনা ব্যবস্থায় অংশগ্রহণকারী ব্যাংকের সংখ্যা এখন দাঁড়াল চারটিতে।

এছাড়া আরো ছয় ব্যাংক অনুমোদনের জন্য কেন্দ্রীয় ব্যাংকের কাছে আবেদন করেছে। ব্যাংকগুলোর মধ্যে রয়েছে- ট্রাস্ট ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, এবি ব্যাংক, এনসিসি ব্যাংক, প্রাইম ব্যাংক এবং প্রিমিয়ার ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে গত ১১ জুলাই ভারতের সাথে রুপিতে বাণিজ্য আনুষ্ঠানিকভাবে চালু হয়। শুরুতে রাষ্ট্রমালিকানাধীন সোনালী ব্যাংক এবং ইস্টার্ন ব্যাংককে (ইবিএল) পণ্য আমদানি-রফতানির জন্য ডলারের পরিবর্তে রুপিতে এলসি খোলার অনুমতি দেয়া হয়। এখন ইসলামী ব্যাংক এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড অনুমতি পেল।

ভারতের সাথে আমাদের প্রায় ১৪ বিলিয়ন ডলারের বাণিজ্য। এর মধ্যে ২ বিলিয়ন ডলারের পণ্য ভারতে রফতানি করে থাকে দেশ। পুরোপুরি ট্রেড শুরু হলে রুপি দিয়ে প্রায় ২ বিলিয়ন ডলার আমদানি ব্যয় মেটানো সম্ভব বলে জানায় বাংলাদেশ ব্যাংক।
সংশ্লিষ্ট সূত্র বলছে, এখন পর্যন্ত বেসরকারি খাতের ইস্টার্ন ব্যাংক প্রাণ গ্রুপের জন্য ১.১ মিলিয়ন রুপি মূল্যের প্রাণ টোস্ট এবং ১.৩ মিলিয়ন রুপি মূল্যের কাঁচামালের জন্য এলসি খুলেছে ও নিষ্পত্তি করেছে। স্টেট ব্যাংক অব ইন্ডিয়া আমদানির জন্য ১৬.১ মিলিয়ন রুপি এবং রফতানির জন্য ১২.৪ মিলিয়ন রুপির মোট চারটি এলসি খুলেছে। নিটল-নিলয় গ্রুপের সাথে যানবাহন আমদানি এবং অপরিশোধিত সয়া তেলের জন্য এসব এলসি খোলা হয়। আর ওয়ালটন গ্রুপের অধীনে ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসির জন্য আমদানি ও রফতানি এলসি খুলেছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক।

Check Also

ভারত থেকে আরো ৫০ হাজার টন চাল কিনছে বাংলাদেশ

শেরপুর নিউজ ডেস্ক: ভারত থেকে আরো ৫০ হাজার টন চাল কিনবে সরকার। এতে মোট ব্যয় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nine − three =

Contact Us