সর্বশেষ সংবাদ
Home / বগুড়ার খবর / নন্দীগ্রাম / নন্দীগ্রামে এইচএসসি পরীক্ষার্থীর লাশ উদ্ধার

নন্দীগ্রামে এইচএসসি পরীক্ষার্থীর লাশ উদ্ধার

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে গলায় ওড়না পেঁচানো রহিমা খাতুন নামে এক এইচএসসি পরীক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার রাতে নন্দীগ্রাম পৌর শহরের ঢাকইর গ্রামে এ ঘটনা ঘটে। সে ওই গ্রামের রেজাউল করিমের মেয়ে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকইর গ্রামের রেজাউল করিমের মেয়ে রহিমা খাতুন (১৮) শুক্রবার রাত আনুমানিক ১০টার দিকে রাতের খাবার খেয়ে ঘুমাতে যায়। এরপর রাত আনুমানিক ১২টার দিকে তার মা ঘরের দরজায় গিয়ে ডাকাডাকি করলে সে কোনো সাড়া দেয় না। পরে তার মা দরজা ভেঙে ঘরে ঢুকে ফ্যানের সাথে ওড়না পেঁচানো মরদেহ দেখতে পায়। তারপর চিৎকার করলে স্থানীয়রা এসে রহিমা খাতুনের মরদেহ নিচে নামায়। রহিমা খাতুন নন্দীগ্রাম সরকারি মহিলা ডিগ্রী কলেজে চলমান এইচএসসি পরীক্ষার্থী ছিলো।

এ বিষয়ে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন বলেন, শুক্রবার রাতে রহিমা খাতুন মারা গেলেও স্থানীয়রা শনিবার সকালে থানা পুলিশকে জানায়। এছাড়াও মরদেহটি তারা নিজেরাই নিচে নামায়। আমরা জানতে পেরেছি তার পিতা-মাতার মধ্যে কলহ ছিলো। সেকারণেই রহিমা খাতুন আত্মহত্যা করতে পারে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে। তার মরদেহের ময়না তদন্ত শেষে জানা যাবে এটা হত্যা না আত্মহত্যা। তার মরদেহটি ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।

Check Also

নন্দীগ্রামে মাদ্রাসার অফিস কক্ষের তালা ভেঙে চুরি

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ- বগুড়ার নন্দীগ্রামের মাদ্রাসার অফিস কক্ষের তালা ভেঙে ৩লক্ষ ৩০ হাজার টাকার মালামাল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × four =

Contact Us