শেরপুর নিউজ ডেস্ক: আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কাকে পুনরায় বিজয়ী করে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে ৫ম বারের জন্য প্রধানমন্ত্রী নির্বাচিত করার লক্ষ্যে শনিবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে বগুড়া শহরের বাদুরতলা তিব্বতের মোড় এলাকায় বগুড়া পৌর মহিলা আওয়ামী লীগের ৫নং ওয়ার্ডের তৃণমূল নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবিয়া সাবরিন পিংকি সরকার।
সভাপতির বক্তব্য জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদিয়া সাবরিন পিংকি সরকার বলেন, আমরা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার উন্নয়নের কথা বলতে এসেছি। শেখ হাসিনার নেতৃত্বে সারদেশে অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে। ১৫ বছর ধরের এদেশের মানুষের জন্য নিরলস শ্রম দিয়ে যাচ্ছেন মানবতার এই নেত্রী। শেখ হাসিনা মানেই সারা বাংলায় রাস্তাঘাট, স্কুল, কলেজ, মাদ্রাসা সহ সকল শিক্ষা ক্ষেত্রে উন্নয়ন। শেখ হাসিনা মানেই বছরের প্রথম দিন কোমল মতি শিক্ষার্থীদের হাতে নতুন বই। যা স্বপ্ন ছিল। কিন্তু শেখ হাসিনা যে স্বপ্ন দেখান তা বাস্তব করে দেখান। শেখ হাসিনা মানেই দুর্নীতি, শোষণ মুক্ত বাংলাদেশের পথে আরও একধাপ এগিয়ে যাওয়া। শেখ হাসিনা মানেই গৃহহীন মানুষের আশ্রয়স্থল, বিধবা ভাতা, বয়স্ক ভাতা, শিক্ষা ভাতা বৃদ্ধি। শেখ হাসিনা মানেই বাংলাদেশে অগ্রযাত্রা, উন্নয়নের জোয়ার। শেখ হাসিনা তলাবিহীন ঝুড়ির দেশ থেকে উন্নয়নের জোয়ার। পিতা বাংলাদেশের মানুষকে স্বাধীনতা দিয়েছেন, আর তার কন্যার হাতধরে বাংলাদেশ এখন অর্থনৈতিক মুক্তির দিকে এগিয়ে যাচ্ছে। তাই আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকা মার্কাকে বিজয়ী করতে হবে। নৌকা মার্কার বিজয়ের মধ্যে দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে ৫ম বারের মত প্রধানমন্ত্রী নির্বাচিত করে দেশকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার আহবান জানান তিনি।
মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন জেলা মহিলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক সাংসদ অধ্যক্ষ খাদিজা খাতুন শেফালি, সহ -সভাপতি শিল্পী বেগম,স্বপ্না চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক লাভলি ইয়াসমিন, মুন্নি সাবেরাত, সাংগঠনিক সম্পাদক বিলাসী রানী, ত্রান ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক তাহমিনা আক্তার রেশমি, ধর্ম সম্পাদক মিনিয়ারা বেগম, শান্তি রানী, রিনি রহমান, সপ্না সহ অন্যান্যরা।