শেরপুর নিউজ ডেস্ক: বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদারে আগ্রহ প্রকাশ করেছে মেক্সিকো। অন্যদিকে বাংলাদেশ মেক্সিকোয় বাজার সম্প্রসারণে সহযোগিতা চেয়েছে। গতকাল দেশটির রাজধানী মেক্সিকো সিটিতে অনুষ্ঠিত দ্বিপক্ষীয় বৈঠকে এসব বিষয় উঠে আসে। এতে বাংলাদেশের পক্ষে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এবং মেক্সিকোর পক্ষে দেশটির অর্থনৈতিক সচিব রাকেল বুয়েনরোস্ট্রো নেতৃত্ব দেন। দুই দেশের পাঁচ দশকের দ্বিপক্ষীয় সম্পর্কের মধ্যে এ ধরনের এটিই প্রথম বৈঠক। বাণিজ্য মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বৈঠকে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, বৈধ পথে রেমিট্যান্স প্রেরণ এবং মেক্সিকোয় বাংলাদেশি পণ্যের বাজার সম্প্রসারণে সবার সহযোগিতা কামনা করেন। এ ছাড়া বাণিজ্যমন্ত্রী মেক্সিকোর চাহিদা মেটাতে দেশটির উদ্যোক্তা ও ব্যবসায়ী সম্প্রদায়কে বাংলাদেশের উৎপাদন খাত বিশেষ করে টেক্সটাইল, ফার্মাসিউটিক্যালস, কৃষি, জ্বালানি ও আইটি খাতে বাজার অন্বেষণের আহ্বান জানান। মেক্সিকোর অর্থনৈতিক সচিব ডাবল ট্যাক্সেশন ও কাস্টমসের অনিষ্পন্ন ইস্যুগুলোর সমাধানে জোর দেন। তিনি তাঁর দেশের বিভিন্ন রাজ্যের সঙ্গে বাংলাদেশের ব্যবসায়ীদের আনুষ্ঠানিক যোগাযোগ ও ব্যবসায়িক ক্ষেত্র অনুসন্ধানের আহ্বান জানান। বাংলাদেশের ওষুধ শিল্পে দেশটির গভীর আগ্রহের কথা প্রকাশ করেন। দুই দেশের শক্তিশালী অর্থনৈতিক সম্পর্কের ভিত্তি রচনার প্রতিশ্রুতিও ব্যক্ত করেন তিনি।
বৈঠককালে মেক্সিকো সিটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আবিদা ইসলাম, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবদুর রহিম খান, এফবিসিসিআইয়ের সহসভাপতি রাশেদুল হোসেন চৌধুরী অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। পরে মন্ত্রী মেক্সিকোয় বসবাসরত বাংলাদেশিদের সঙ্গে চ্যানসারিতে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় যোগ দেন। এ সময় দেশটিতে বসবাসরত বাংলাদেশি নাগরিকরা মন্ত্রীর কাছে ভিসা চ্যালেঞ্জসহ কিছু বিষয়ে উদ্বেগ জানালে সেগুলো দ্রুত সমাধানে সরকারের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেন। বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির নেতৃত্বে এফবিসিসিআই, বিকেএমইএ, বিটিটিএলএমইএ, বিএপিআই, ইনসেপ্টাসহ ১২ সদস্যের উচ্চপর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধিদল মেক্সিকো সফর করছেন।