সর্বশেষ সংবাদ
Home / আইন কানুন / সব রায় বাংলায় করতে নতুন অ্যাপস চান প্রধান বিচারপতি

সব রায় বাংলায় করতে নতুন অ্যাপস চান প্রধান বিচারপতি

শেরপুর নিউজ ডেস্ক: সব রায় বাংলায় করতে নতুন অ্যাপস চান প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। তিনি বলেন, আগের আইনগুলো ইংরেজিতে হয়ে গেছে। সেটা বাংলায় করতে গেলে এটা শব্দ রূপান্তর না করে ভাষান্তর করতে হবে। সেই ধরনের অনুবাদক লাগবে, যারা এটা করতে পারেন। সরকারকে উদ্যোগ নিতে হবে।

বুধবার (২৭ সেপ্টেম্বর) রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘর মিলনায়তনে নাগরিক সংবর্ধনায় তিনি এসব কথা বলেন। বৃহত্তর ময়মনসিংহ সমিতি-ঢাকা এ সংবর্ধনার আয়োজন করে।

প্রধান বিচারপতি বলেন, অধিকাংশ আইনের বই ইংরেজিতে। ১৯৮৪ সালের পর থেকে বাংলায় প্রণীত হচ্ছে। এর আগে যত আইন আছে, সেগুলো ইংরেজিতে। এসব আইন বাংলায় তর্জমা করা কঠিন কাজ নয়। তবে এত সহজও নয়। কারণ, আইনের ভাষা একটু আলাদা।

নতুন প্রধান বিচারপতি বলেন, আমাদের অনেক বিচারক এখন বাংলায় রায় দিচ্ছেন। সুপ্রিম কোর্টে একটি অ্যাপস আছে। ইংরেজিতে রায় হলেও সেটি বাংলায় করা যাচ্ছে। তবে দুঃখের বিষয়, এ অ্যাপগুলোর যে ভাষা, এর বাংলা পড়লে আপনি নিজের শ্রুতিমধুর বাংলাও ভুলে যাবেন। এটা যান্ত্রিক বাংলা। আরও সহজ কোনো অ্যাপস করা যায় কিনা, সে চেষ্টা করা যেতে পারে।

বৃহত্তর ময়মনসিংহ সমিতি-ঢাকার সভাপতি প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব মো. আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু, সাবেক তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ, বৃহত্তর ময়মনসিংহ সমিতি-ঢাকার সাধারণ সম্পাদক ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের প্রধান অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ।

Check Also

ছাত্র আন্দোলনে আহতদের মধ্যে ১০০ জন পুলিশে চাকরি পাচ্ছেন

শেরপুর নিউজ ডেস্ক: জুলাই-আগস্টে ছাত্র আন্দোলনে আহতদের মধ্যে ১০০ জনকে পুলিশে চাকরি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × five =

Contact Us