শেরপুর নিউজ ডেস্ক: বগুড়ায় ধর্ষণ মামলার এজাহারনামীয় আসামি এক শিশুকে ২৪ ঘন্টার মধ্যে আটক করা হয়েছে। র্যাব-১২, সিপিএসসি, বগুড়ার সদস্যরা অভিযান চালিয়ে তাকে আটক করে।
সূত্র জানায়, গত ২৪ সেপ্টেম্বর দুপুরে বগুড়ার শাজাহানপুর থানাধীন একটি এলাকায় আইনের সাথে সংঘাতে জড়িত শিশু কর্তৃক একটি শিশু ধর্ষিত হয়। উক্ত ধর্ষণের ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে গত ২৭ সেপ্টেম্বর বগুড়ার শাজাহানপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন। উক্ত অভিযোগের প্রেক্ষিতে শাজাহানপুর থানায় মামলা রুজু হয়।
এ ঘটনার পর থেকেই র্যাব আইনের সহিত সংঘাতে জড়িত শিশুকে আইনের আওতায় নিয়ে আসতে গোয়েন্দা নজরদারী শুরু করে। এরই ধারাবাহিকতায় গত ২৭ সেপ্টেম্বর বগুড়ার একটি আভিযানিক দল বগুড়া সারিয়াকান্দি থানা এলাকায় অভিযান পরিচালনা করে জড়িত ওই শিশুকে ২৪ ঘন্টার মধ্যে আটক করতে সক্ষম হয়। তাকে বগুড়ার শাজাহানপুর থানায় সোপর্দ করা হয়েছে।