সর্বশেষ সংবাদ
Home / বগুড়ার খবর / বগুড়া সদর / বগুড়ায় ধর্ষণ মামলার আসামি শিশু আটক

বগুড়ায় ধর্ষণ মামলার আসামি শিশু আটক

শেরপুর নিউজ ডেস্ক: বগুড়ায় ধর্ষণ মামলার এজাহারনামীয় আসামি এক শিশুকে ২৪ ঘন্টার মধ্যে আটক করা হয়েছে। র‍্যাব-১২, সিপিএসসি, বগুড়ার সদস্যরা অভিযান চালিয়ে তাকে আটক করে।

সূত্র জানায়, গত ২৪ সেপ্টেম্বর দুপুরে বগুড়ার শাজাহানপুর থানাধীন একটি এলাকায় আইনের সাথে সংঘাতে জড়িত শিশু কর্তৃক একটি শিশু ধর্ষিত হয়। উক্ত ধর্ষণের ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে গত ২৭ সেপ্টেম্বর বগুড়ার শাজাহানপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন। উক্ত অভিযোগের প্রেক্ষিতে শাজাহানপুর থানায় মামলা রুজু হয়।

এ ঘটনার পর থেকেই র‍্যাব আইনের সহিত সংঘাতে জড়িত শিশুকে আইনের আওতায় নিয়ে আসতে গোয়েন্দা নজরদারী শুরু করে। এরই ধারাবাহিকতায় গত ২৭ সেপ্টেম্বর বগুড়ার একটি আভিযানিক দল বগুড়া সারিয়াকান্দি থানা এলাকায় অভিযান পরিচালনা করে জড়িত ওই শিশুকে ২৪ ঘন্টার মধ্যে আটক করতে সক্ষম হয়। তাকে বগুড়ার শাজাহানপুর থানায় সোপর্দ করা হয়েছে।

Check Also

বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ে অগ্নিকাণ্ড, কোন ক্ষয় ক্ষতি হয়নি

শেরপুর নিউজ ডেস্ক: বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ের নিচতলায় শনিবার (৪ জানুয়ারি) রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

10 + 8 =

Contact Us