শেরপুর নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উদযাপন করেছেন তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয়। যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় পরিবারের সঙ্গে মায়ের জন্মদিন পালন করেন। একসঙ্গে ডিনারও করেছেন।
মায়ের জন্মদিন উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন সজীব ওয়াজেদ জয়। বাংলাদেশ সময় শুক্রবার সকাল সোয়া ৫টার দিকে ওই পোস্টে তিনি লিখেছেন, ‘ভার্জিনিয়ায় আমার গলফ ক্লাবে পরিবারের সঙ্গে মায়ের জন্মদিনের ডিনার’। পারিবারিক এ উদযাপনের একটি ছবিও তিনি পোস্ট করেছেন।
এ বছর আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে ১৭ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে রওনা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অধিবেশন শেষে তিনি ওয়াশিংটন ডিসি রয়েছেন।