সর্বশেষ সংবাদ
Home / বিদেশের খবর / বেলুচিস্তানে ভয়াবহ বোমা হামলা, নিহত ৫২

বেলুচিস্তানে ভয়াবহ বোমা হামলা, নিহত ৫২

শেরপুর নিউজ ডেস্ক: পাকিস্তানের বেলুচিস্তানে জশনে জুলুসে একটি মিছিলে ভয়াবহ আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ৫২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন শতাধিক। আর নিহতদের মধ্যে একজন পুলিশ কর্মকর্তাও রয়েছেন।

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) বেলুচিস্তানের মাসতুং জেলায় এক মসজিদের কাছে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। খবর ডনের।

জেলা স্বাস্থ্য কর্মকর্তা আব্দুল রাজ্জাক ডনকে হতাহতের সংখ্যা নিশ্চিত করেছেন। নিহতদের মধ্যে একজন পুলিশের কর্মকর্তা আছেন বলে জানিয়েছেন সিটি স্টেশন হাউজ অফিসার মাহমুদ জাভেদ লেহরি।

এ ঘটনায় শুরুতে শহীদ নবাব ঘৌস বখশ রাইসানি মেমোরিয়াল হাসপাতালের প্রধান নির্বাহী ডা. সাঈদ মিরওয়ানি বলেছিলেন, হামলায় ৩৪ জনের মৃত্যু হয়েছে এবং ১৩০ জনেরও বেশি আহত হয়েছেন।

শাহি স্পষ্ট করেছেন যে দুটি হাসপাতাল থেকে দ্বিগুণ এন্ট্রির কারণে এই সংখ্যা বেশি ছিল এবং আহতদের সংখ্যা প্রায় ৫০ জন ছিল।

সিইও ডাঃ মিরওয়ানি নিশ্চিত করেছেন যে এখনও পর্যন্ত ২৮ টি মৃতদেহ হাসপাতালে আনা হয়েছে এবং ২২ জনকে মাসতুং জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

তিনি বলেন, হাসপাতালে কয়েক ডজন চিকিৎসাধীন রয়েছে এবং আহত ২০ জনেরও বেশি লোককে চিকিৎসার জন্য কোয়েটায় রেফার করা হয়েছে। হাসপাতালের সিইও বলেন, “মৃতদেহ ও আহতদের সরানোর প্রক্রিয়া এখনও চলছে।

এর আগে মাসতুংয়ের সহকারী কমিশনার (এসি) আতাহুল মুনিম জানান, বিস্ফোরণে ১৫ জন নিহত ও অর্ধশতাধিক আহত হয়েছেন।

আলফালাহ রোডের মদিনা মসজিদের কাছে ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) শোভাযাত্রার জন্য লোকজন জড়ো হওয়ার সময় বিস্ফোরণটি ঘটে।

মাসতুং এসি জানিয়েছে, মিছিলের সাইডলাইনে থাকা ডেপুটি সুপারিন্টেন্ডেন্ট অফ পুলিশ (ডিএসপি) নওয়াজ গিশকোরির গাড়ি থেকে বিস্ফোরণটি ঘটে।

লেহরির এসএইচও জানিয়েছেন, বিস্ফোরণটি একটি ‘আত্মঘাতী বিস্ফোরণ’।

বিস্ফোরণের পর প্রকাশিত অযাচাইকৃত ছবি ও ভিডিওতে দেখা গেছে, বেশ কয়েকটি রক্তাক্ত লাশ এবং ছিন্নভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে।

বেলুচিস্তানের অন্তর্বর্তীকালীন তথ্যমন্ত্রী জান আচাকজাই জানিয়েছেন, মাস্তুংয়ে উদ্ধারকারী দল পাঠানো হয়েছে। গুরুতর আহতদের কোয়েটায় স্থানান্তর করা হচ্ছে এবং সব হাসপাতালে জরুরি অবস্থা জারি করা হয়েছে।

আচাকজাই বলেন, শত্রুরা বিদেশি আশীর্বাদ নিয়ে বেলুচিস্তানে ধর্মীয় সহিষ্ণুতা ও শান্তি বিনষ্ট করতে চায়। ‘বিস্ফোরণ অসহনীয়’।

বেলুচিস্তানের অন্তর্বর্তীকালীন মুখ্যমন্ত্রী আলি মারদান ডোমকি এই ঘটনার নিন্দা করেছেন এবং বিস্ফোরণের তদন্তের নির্দেশ দিয়েছেন।

তিনি বলেন, ‘ধ্বংসযজ্ঞের অপরাধীরা কোনো রকম ছাড় পাওয়ার যোগ্য নয়। যারা শান্তিপূর্ণ মিছিলকে টার্গেট করবে তাদের কঠোরভাবে মোকাবেলা করা হবে।

মুখ্যমন্ত্রী ডোমকি জনগণকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, ইসলাম শান্তির ধর্ম এবং “যারা এই ধরনের জঘন্য কাজ করে তাদের মুসলিম বলা যায় না”।

শহিদদের পরিবারের প্রতি সংহতি প্রকাশ করে মুখ্যমন্ত্রী ডোমকি বলেন, সমস্ত আহত ব্যক্তিদের সর্বোত্তম সুযোগ-সুবিধা দেওয়া উচিত।

তত্ত্বাবধায়ক মুখ্যমন্ত্রী এই মর্মান্তিক ঘটনায় প্রদেশ জুড়ে তিন দিনের শোক ঘোষণা করেছেন।

তথ্যমন্ত্রী বলেন, শোকের উদ্দেশ্য ছিল শহীদ পরিবারের প্রতি সংহতি প্রকাশ করা। তিন দিনের শোকের সময় সরকারি ভবনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।

বিস্ফোরণের পরপরই পাঞ্জাব পুলিশ জানায়, প্রদেশজুড়ে মসজিদগুলোতে জুমার নামাজের জন্য তাদের ‘কঠোর পরিশ্রমী কর্মকর্তারা’ নিরাপত্তার দায়িত্ব পালন করছেন।

এদিকে করাচি পুলিশ জানিয়েছে, অতিরিক্ত ইন্সপেক্টর জেনারেল খাদিম হুসেন রিন্দ মাসতুং বিস্ফোরণের পরিপ্রেক্ষিতে পুলিশকে ‘পুরোপুরি সতর্ক’ থাকার নির্দেশ দিয়েছেন।

ঈদে মিলাদুন্নবী (সা.) শোভাযাত্রা ও জুমার নামাজের নিরাপত্তা ব্যবস্থা জোরদার ের পাশাপাশি যেকোনো অস্বাভাবিক কর্মকাণ্ড পর্যবেক্ষণের জন্য পুলিশ সদস্যদের নির্দেশ দেন তিনি।

দেশটির অন্তর্বর্তীকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সরফরাজ আহমেদ বুগতি এই বিস্ফোরণের তীব্র নিন্দা জানিয়েছেন এবং প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।

“সন্ত্রাসীদের কোনও বিশ্বাস বা ধর্ম নেই” উল্লেখ করে বুগতি জোর দিয়ে বলেন যে উদ্ধার অভিযানের সময় সমস্ত সম্পদ ব্যবহার করা হচ্ছে। তিনি আরও বলেন যে আহতদের চিকিত্সার ক্ষেত্রে কোনও প্রচেষ্টা ছাড় দেওয়া হবে না এবং সন্ত্রাসী উপাদানগুলি কোনও ছাড়পাওয়ার যোগ্য নয়।

পিটিআই নেতা ইমরান ইসমাইলও এই বিস্ফোরণের নিন্দা করে বলেছেন, “যারা নিরপরাধ মানুষের জীবন শেষ করে তারা নিপীড়ক ও সন্ত্রাসী।” আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শিগগিরই অপরাধীদের ধরতে পারবে বলে তিনি আশা প্রকাশ করেন।

চলতি মাসের শুরুতে একই জেলায় একটি বিস্ফোরণে জমিয়তে উলেমা-ই-ইসলাম-ফজল (জেইউআই-এফ) নেতা হাফিজ হামদুল্লাহসহ অন্তত ১১ জন আহত হন।

এর এক সপ্তাহ আগে, একটি বাসস্ট্যান্ডে অজ্ঞাত পরিচয় ব্যক্তিরা এক লেভিস কর্মকর্তাকে গুলি করে হত্যা করে এবং পাশ দিয়ে যাওয়া আরও দুজন আহত হয়।

চলতি বছরের মে মাসে মাস্তুংয়ের উপকণ্ঠে কিলি সৌর কারেজ এলাকায় অজ্ঞাত পরিচয় হামলাকারীরা পোলিও টিকাদান কারী দলকে লক্ষ্য করে হামলা চালায়।

গত বছরের অক্টোবরে মাসতুংয়ের পার্বত্য এলাকা কাবুতে দুটি গাড়ি লক্ষ্য করে বোমা হামলায় তিনজন নিহত ও ছয়জন আহত হন।

২০১৮ সালের জুলাই মাসে একই জেলায় একটি আত্মঘাতী বিস্ফোরণে রাজনীতিবিদ নবাবজাদা সিরাজ রাইসানিসহ কমপক্ষে ১২৮ জন নিহত এবং ২০০ জনেরও বেশি আহত হন।

Check Also

ভারি বৃষ্টিতে মক্কা-মদিনা ও জেদ্দায় বন্যা

শেরপুর নিউজ ডেস্ক: সৌদি আরবের মক্কা-মদিনা ও জেদ্দা শহরে ভারি বৃষ্টিপাতে বন্যা দেখা দিয়েছে। গত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 − 9 =

Contact Us