শেরপুর নিউজ: বগুড়ার শেরপুরে মহাসড়কে অবৈধ ভটভটির চাপায় মো. ইয়াছিন আলী (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছে।
রবিবার (১ অক্টোবর) দুপুর ১ টার দিকে শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের ছোনকা বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত ইয়াছিন আলী শেরপুর উপজেলার সুঘাট ইউনিয়নের গোয়ালজানি গ্রামের ছেলে ও একজন কৃষক বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, ইয়াছিন আলী ছোনকা বাজার থেকে শেরপুরে যাবার উদ্দেশ্যে রাস্তার পশ্চিম পাশের্^ দাঁিড়য়ে ছিলেন। এসময় একটি ভটভটি (শ্যালো ইঞ্জিন চালিত যান) তাকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে হাসপাতালে নেবার পথে তার মৃত্যু হয়।
শেরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল ওয়াদুদ মৃত্যুর সত্যতা স্বীকার করছেন।