শেরপুর নিউজ ডেস্ক: বগুড়ায় কবি মনজু রহমানের স্বরচিত “কবিতা সমগ্র” এর মোড়ক উন্মোচন অনুষ্ঠান মঙ্গলবার সন্ধ্যায় শহরের ম্যাক্স মোটেল কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কবি মুহম্মদ শহীদুল্লাহ্।
কবি ও সাংবাদিক এইচ আলীমের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কবি মীর আব্দুর রাজ্জাক, গবেষক ও প্রকাশক কবি নন্দিনী লুইজা, কবি জয়ন্ত দেব, কবি শিবলী মুক্তাদির। এসময় আরও বক্তব্য রাখেন কবি আমির খসরু সেলিম, কবি প্রতীক ওমর, সাজিয়া সোমা, পান্না করিম, আব্দুল খালেক, সিকতা কাজল, কবি মাহবুব টুটুল সহ আরও অনেকে।
অনুষ্ঠানে মিডিয়া পার্টনার হিসেবে দৈনিক উত্তরের দর্পণ ও পাঠকপণ্য পাটশালা, শব্দকথন, প্রকাশশৈলীর সহায়তায় কবি মনজু রহমানের লেখা কবিতা নিয়ে “কবিতা সমগ্র” বইটির মোড়ক উন্মোচন করেন অতিথিরা। অনুষ্ঠানে নিজের লেখা বই নিয়ে আলোচনা করেন কবি মনজু রহমান। এরপর কবির জন্মদিন উপলক্ষে আমন্ত্রিত সকলে মিলে কেক কেটে জন্মদিন পালন করা হয়। এসময় কবি মনজু রহমানকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।