শেরপুর নিউজ ডেস্ক: বিএনপির নেতারা এখন পথ হারিয়ে দিশেহারা পথিক। দুই সেলফিতে বাজিমাত। এক সেলফি দিল্লি। আরেক সেলফি নিউইয়র্কে। শেখ হাসিনা আর পুতুল… জো-বাইডেনের সেলফি। দিল্লিতে বাজিমাত। তারপরে গিয়ে নিউইয়র্কে বাজিমাত। কোথায় স্যাংশন, কোথায় ভিসানীতি। তলে তলে আপোষ হয়ে গেছে।
মঙ্গলবার (৩ অক্টোবর) বিকেলে সাভারের আমিনবাজারে ঢাকা জেলা আওয়ামী লীগ আয়োজিত শান্তি ও উন্নয়ন সমাবেশে এসব কথা বলেন দলটির সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
ওবায়দুল কাদের বলেন, দিল্লি আছে। আমেরিকারও দিল্লিকে দরকার। আমরা আছি। দিল্লিও আছে। শত্রুতা কারো সঙ্গে নাই। সবার সঙ্গে বন্ধুত্ব। শেখ হাসিনা বঙ্গবন্ধু কন্যা। এমন ভারসাম্য সবার সঙ্গে করে ফেলেছে। আর কোনো চিন্তা নাই। ইলেকশন হবে। যথাসময়েই হবে।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, খেলা হবে। নভেম্বরে সেমি ফাইনাল। জানুয়ারিতে ফাইনাল। বিএনপি এখন ফাউল করছে। ফাইল করলে হলুদ কার্ড। ফাউল করলে লাল কার্ড। খেলা নিয়ে ফাউল করা চলবে না।
তিনি বলেন, তারা বলেন…খালেদা জিয়া ছাড়া বিএনপি ইলেকশন করবে না। এতদিন তারা কই ছিল? খালেদা জিয়া বছরের পর বছর জেলে। তার জন্য একটা আন্দোলনও করতে পারল না ফখরুল। আর এখন খালেদা জিয়া ছাড়া নির্বাচন করবে না।
কাদের আরো বলেন, যত ষড়যন্ত্রই থাকুক। বাংলাদেশে নির্বাচন সুষ্ঠু হবে। শান্তিপূর্ণ হবে। আমরা ভিসানীতির পরোয়া করি না। আমরা শান্তিপূর্ণ নির্বাচন চাই। তাহলে কিসের ভিসানীতি। কারা ভিসানীতি? কেন তাহলে নিষেধাজ্ঞা। কেউ নিষেধাজ্ঞা দেবে না। নিষেধাজ্ঞার হুমকি ধামকি শেষ, তাই মির্জা ফখরুলের গলার আওয়াজ এখন নরম হয়ে গেছে। আহারে বেচারা! ছুটে ছুটে ঠাঁকুরগাও গেছে। ঠাকুরগাঁও যাইয়া খুঁজে লোকজন আছে না কী? লোকজন কেটে পড়বে। লোক আর থাকবে না।
ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমেদের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন- আওয়ামী লীগের সভাপতিন্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম, অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান, সংসদ সদস্য ইলয়াস মোল্লা, ঢাকা জেলঅ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণ, সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজিব প্রমূখ।