সর্বশেষ সংবাদ
Home / দেশের খবর / দলীয় কর্মীদের নির্বাচনমুখী হতে বললেন প্রধানমন্ত্রী

দলীয় কর্মীদের নির্বাচনমুখী হতে বললেন প্রধানমন্ত্রী

শেরপুর নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে বলেছেন, দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে হবে, দেশের উন্নয়ন বিদেশিদের কাছে, প্রবাসী বাংলাদেশিদের কাছে তুলে ধরতে হবে। তিনি নেতা-কর্মীদের নির্বাচনমুখী হওয়ার আহ্বান জানান। লন্ডনে সফরের শেষ দিনে গতকাল তিনি যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে এক বৈঠকে এ আহ্বান জানান। নেতা-কর্মীরা যুক্তরাজ্য আওয়ামী লীগের নতুন কমিটির দাবি তুললে তাঁর পরিবর্তে প্রধানমন্ত্রী দলের যুক্তরাজ্য শাখার শূন্যপদ পূরণের আহ্বান জানান।

এদিকে যুক্তরাজ্য বিএনপি নেতা-কর্মীরা এদিন সুষ্ঠু নির্বাচনের দাবিতে হোটেলের বাইরে বিক্ষোভ করেন। তারা প্রবাসী বাংলাদেশিদের উদ্দেশে প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্য প্রত্যাহারের দাবি জানান।

অপরদিকে আওয়ামী লীগ নেতা-কর্মীরা দেশের উন্নয়নের বার্তা দিয়ে স্লোগান দেন। এক ধরনের অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয় সেখানে। এ সময় বিএনপি নেতা-কর্মীরা আওয়ামী লীগ নেতা-কর্মীদের দিকে ঢিল ছোড়ে। সেখান থেকে এক বিএনপি কর্মীকে আটক করে পুলিশ।

বিক্ষোভ সম্পর্কে যুক্তরাজ্য বিএনপি সভাপতি এম এ মালিক বলেন, তাদের নেতা-কর্মীরা দেশে সুষ্ঠু নির্বাচনের জন্য এখানে হাজির হয়েছেন। যুক্তরাজ্যে এসে বেগম খালেদা জিয়াকে নিয়ে শেখ হাসিনার মন্তব্যের কারণে তারা হোটেলের সামনে অবস্থান নিয়েছেন। যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান শরীফ বলেন, তারা তাদের মতামত প্রকাশ করছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক জানান, বৈঠকে যুক্তরাজ্য আওয়ামী লীগের কমিটি নিয়ে কথা হয়েছে। সামনে নির্বাচনের আগে নতুন কমিটি করা সম্ভব নয়। তাই বর্তমান কমিটিতে যেসব শূন্য পদ রয়েছে সে ব্যাপারে সিনিয়র নেতাদের কাজ করার নির্দেশ দিয়েছেন সভানেত্রী।

Check Also

বিডিআর স্বজনদের শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ

শেরপুর নিউজ ডেস্ক: পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেফতার ‘নিরপরাধ জওয়ানদের’ মুক্তি ও …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × 1 =

Contact Us