সর্বশেষ সংবাদ
Home / পড়াশোনা / বিশ্ব শিক্ষক দিবস যথাযথভাবে পালনের আহ্বান

বিশ্ব শিক্ষক দিবস যথাযথভাবে পালনের আহ্বান

শেরপুর নিউজ ডেস্ক: যথাযথ মর্যাদায় আগামীকাল বৃহস্পতিবার ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস পালনের জন্য বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি প্রফেসর ড. এম কোরবান আলী এবং জেনারেল সেক্রেটারি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সিনেট সদস্য অধ্যাপক এবিএম ফজলুল করীম বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন ও ৯টি শিক্ষক পরিষদের মহানগর, জেলা ও উপজেলা/থানা সংগঠন এবং সকল স্তরের শিক্ষকদের প্রতি আহ্বান জানান।

সোমবার দেয়া বিবৃতিতে সকল শিক্ষকদের মর্যাদা রক্ষা ও শিক্ষকদের যৌক্তিক দাবী-দাওয়া পূরণে সরকারিভাবে শিক্ষক দিবসকে যথাযথ মর্যাদার সাথে পালনের জন্য শিক্ষক ফেডারেশনের নেতৃদ্বয় সরকার ও শিক্ষা মন্ত্রণালয়ের নিকট জোর দাবি জানান।

১৯৯৩ সালে প্যারিসে অনুষ্ঠিত ইউনেস্কোর ২৬তম সাধারণ সভায় ৫ অক্টোবর দিনটিকে বিশ্ব শিক্ষক দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত গৃহীত হয়। এরপর ১৯৯৪ সালে প্রথমবার দিবসটি পালন করা হয়। ১৯৯৫ সাল থেকে বিভিন্ন দেশে শিক্ষকরা ‘বিশ্ব শিক্ষক দিবস’ পালন শুরু করেন। ইউনেস্কোর অনুমোদনে প্রতিবছর পৃথক প্রতিপাদ্যে দিবসটি পালিত হয়ে আসছে।

ইউনেস্কোর মতে, শিক্ষা ও উন্নয়নে শিক্ষকরা বিশেষ ভূমিকা রাখছেন। মানুষের মধ্যে সচেতনতা, উপলব্ধি সৃষ্টি ও শিক্ষকদের ভূমিকার স্বীকৃতিস্মারক হিসেবে দিবসটি গুরুত্বপূর্ণ। মানবিক বিপর্যয় বা বৈশ্বিক অর্থনৈতিক সংকটে আক্রান্ত হয়েও সামাজিক, অর্থনৈতিক ও বুদ্ধিবৃত্তিক বিনির্মাণে শিক্ষকরা তাদের ভূমিকা রেখে চলেছেন।

Check Also

পাঠ্যবই বিতরণে লেজেগোবরে অবস্থা

  শেরপুর নিউজ ডেস্ক : পাঠ্যবই বিতরণে লেজেগোবরে অবস্থা তৈরি করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen + six =

Contact Us