শেরপুর নিউজ: বগুড়ার শেরপুর উপজেলার বিশালপুর ইউনিয়ন আওয়ামী লীগের এক বিশেষ বর্ধিত সভা ৪ অক্টোবর বুধবার বিকাল ৩ টায় বিশালপুর হাইস্কুল হলরুমে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি জননেতা আলহাজ্ব মজিবর রহমান মজনু।
তিনি বলেন, প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা সারা দেশে যে অভূতপূর্ব উন্নয়ন করেছেন তা, জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ কে আবারও বিজয়ী করতে গ্ৰামে গ্ৰামে গিয়ে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরতে আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন জননেত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী হলে দেশের উন্নয়ন হয়।
শেরপুর উপজেলার বিশালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাহেদুর রহমান খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মিজানুর রহমানের সঞ্চালনায়,কর্মী সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন,শেরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডঃ গোলাম ফারুক, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ,সহ- সভাপতি আলহাজ্ব শাহ্ জামাল সিরাজী,আলহাজ্ব মুন্সী সাইফুল বারী ডাবলু, শ,ম হাফিজুল ইসলাম, আবু সাঈদ চেয়ারম্যান,যুগ্ম সাধারণ সম্পাদক দেবতোষ চক্রবর্তী লিটন, সাংগঠনিক সম্পাদক নাজমুল আলম খোকন, জাকির হোসেন মামুন,দপ্তর সম্পাদক রবিউল হাসান বাবু, প্রচার ও প্রকাশনা সম্পাদক এস এম আবিদ হাসান সুমন, ধর্ম বিষয়ক সম্পাদক রইচ উদ্দিন মিয়া,সদস্য হাফিজার রহমান।
অন্যানদের মধ্যে বক্তব্য দেন, শেরপুর উপজেলা কৃষক লীগের সভাপতি এম এ মালেক,বিশালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি রাজ লক্ষণ সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক সহিদুজ্জামান নান্নু,ওয়ার্ড আওয়ামী লীগ নেতা হাফিজুর রহমান,সেলিম রেজা, মোস্তাফিজুর রহমান পাভেল প্রমুখ।