শেরপুর নিউজ ডেস্ক: বগুড়ায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের হেফাজতে থাকা হত্যা মামলার সন্দেহভাজন আসামি আইনজীবী সহকারী হাবিবুর রহমান হাবিব (৪৮) হাসপাতালে নেওয়ার পর মারা গেছেন। গত মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে তিনি মারা যান। নিহত হাবিবুর বগুড়ার শাহজাহানপুরে খুকি বেগম হত্যা মামলার সন্দিগ্ধ আসামি ছিলেন।
তাকে পুলিশ হেফাজতে নির্যাতন করে হত্যা করা হয়েছে বলে পরিবার দাবি করেছে। তবে পুলিশ বলছে, তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। এ ঘটনায় সদর থানায় অস্বাভাবিক মৃত্যু মামলা দায়ের করা হয়েছে। তার মৃত্যুর ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিকে ৭ কার্য দিবসের মধ্যে প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।
এদিকে, নিহত হাবিবুর রহমান হাবিবেব মামা বগুড়া জজকোর্টের সিনিয়র আইনজীবী মো: মঞ্জরুল হক মঞ্জু দাবি করেন, তার ভাগ্নে হাবিবকে জজকোর্টের সামনে থেকে ডিবি কার্যালয়ে তুলে নিয়ে গিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। তিনি বলেন হাবিব তার সহকারী হিসাবে কাজ করতেন। এ হত্যার ঘটনায় জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।
এ ব্যাপারে বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী বলেন, বৃদ্ধা খুকি বেগম হত্যার ঘটনায় গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৬ টা ৪৫ মিনিটের দিকে বগুড়া আদালতের সামনে থেকে হাবিবুর রহমান হাবিবকে আটক করা হয়। এরপর তাকে ডিবি কার্যালয়ে অপর আসামি মনোয়ারা বেগমকে সামনে রেখে এনে খুশি বেগম হত্যাকাণ্ডের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।
এ অবস্থায় সন্ধ্যা পৌনে ৭টার দিকে তিনি বুকে ব্যথা হচ্ছে এ কথা বলে অসুস্থ হয়ে পড়লে তাকে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে নয়টার দিকে তিনি মারা যান। হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন বলে চিকিৎসকগণ জানিয়েছেন।
পুলিশ সুপার আরো বলেন, গতকাল মঙ্গলবার শাহজাহানপুরের জোড়া তালপুকুর পাড়ায় মনোয়ারা বেগমের বাড়ির ল্যাট্রিনের সেপটিক ট্যাংকি থেকে বৃদ্ধা খুকি বেগমের অর্ধ-গলিত একটি পা উদ্ধার করা হয়। এ ঘটনায় মনোয়ারা বেগমকে গ্রেফতার করে আনা হয়।
জিজ্ঞাসাবাদে মনোয়ারা বেগম জানায় যে, এ হত্যাকাণ্ডের পিছনে আইনজীবী সহকারী হাবিবুর রহমানের হাত রয়েছে। তিনি হত্যাকাণ্ডের জড়িত। তার দেওয়া এই তথ্যের ভিত্তিতে আদালতের সামনে থেকে হাবিবুর রহমানকে আটক করা হয়েছিল।
পুলিশ সুপার বলেন, তার মৃত্যুর সঠিক কারন জানতে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে তার মরদেহের ময়না তদন্ত করেছেন চিকিৎসকগণ। ময়না তদন্তশেষে তার পরিবারের কাছে তার মরদেহ হস্তান্তর করা হয়েছে। পুলিশ সুপার বলেন, এ ব্যাপারে সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো: স্নিগ্ধ আখতারকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
কমিটির অন্য দুই সদস্য হলেন সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো: শরাফত ইসলাম ও পুলিশের বিশেষ শাখা ডিএসবি’র ইন্সপেক্টর শামসুন নূর। পুলিশ সুপার বলেন, মাস দুয়েক আগে বৃদ্ধা খুকি বেগমকে গলা ও দু পায়ের পা কেটে হত্যা করা হয়। সে সময় তার বস্তাবন্দি লাশ উদ্ধার করা হলেও তার কেটে নেওয়া পা উদ্ধার হয়নি। অবশেষে গত মঙ্গলবার ওই সেফটি ট্যাংকি থেকে পা উদ্ধার হয়।