শেরপুর নিউজ: সনদ জালিয়াতির অভিযোগে বগুড়ার শেরপুর উপজেলার ৭নং ভবানীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
বুধবার (০৩ অক্টোবর) একই ইউনিয়নের ভবানীপুর গ্রামের মৃত আব্দুল বারী মন্ডলের ছেলে শফিকুল ইসলাম বাদি হয়ে বগুড়ার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ওই মামলাটি দায়ের করেন।
মামলায় ইউপি চেয়ারম্যান ছাড়াও আরো চারজনকে অভিযুক্ত করা হয়েছে। তারা হলেন- ভবানীপুর গ্রামের জহুরুল ইসলাম, তার ভাই সোহাগ ওরফে মনা, আব্দুল্লাহ আল মামুন ও সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার শিমলা ধানগড়া গ্রামের সামছুল হকের স্ত্রী রেজিয়া বেগম।
মামলা সূত্রে জানা যায়, বাদি শফিকুল ইসলামের বাবার নাম আব্দুল বারী মন্ডল। জাতীয় পরিচয়পত্রেও তা উল্লেখ আছে। এমনকি চেয়ারম্যান কর্তৃক প্রত্যয়ণপত্র রয়েছে। আর জহুরুল ইসলামের বাবার নাম আব্দুল বাছেদ। তারা পরস্পরে আত্মীয়। কিন্তু বিগত ২২নভেম্বর ভবানীপুর ইউনিয়নের চেয়ারম্যান এসএম আবুল কালাম আজাদ মোটা অঙ্কের টাকা নিয়ে জহুরুল ইসলামের বাবার নাম আব্দুল বারী মন্ডল হিসেবে প্রত্যয়ণ ও ওয়ারিশ সনদপত্র দিয়েছেন। এতে আমার পিতৃ পরিচয়ে ব্যাঘাত ঘটেছে। এমনকি ওই সনদ জালিয়াতির মাধ্যমে আমাদের সম্পত্তি ব্যহৃত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে। এদিকে মামলাটি আমলে নিয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) তদন্ত করে দ্রুততম সময়ের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত।
শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ মামলার বলেন, মামলার বাদি পক্ষই আমার সঙ্গে প্রতারণার আশ্রয় নিয়ে ওই সনদপত্র নিয়ে মামলাটি করেছে। এর পেছনে আমাকে ফাঁসানোর জন্য কোনো ষড়যন্ত্র থাকতে পারে বলে মন্তব্য করেন। তবে পরবর্তীতে আগের সনদপত্রটি বাতিল করে সঠিকটি দেওয়া হয়েছে বলে জানান তিনি।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবু কুমার সাহা বলেন, ‘আদালতে দায়ের করা মামলার নথি এখনো থানায় আসেনি। মামলার নথি এলে তদন্তপূর্বক আদালতের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’