সর্বশেষ সংবাদ
Home / বগুড়ার খবর / বগুড়া সদর / সরকার স্বাস্থ্য খাতকে গুরুত্ব দিয়ে ডাক্তার, নার্স নিয়োগ দিয়েছে- স্বপন ভট্টাচার্য

সরকার স্বাস্থ্য খাতকে গুরুত্ব দিয়ে ডাক্তার, নার্স নিয়োগ দিয়েছে- স্বপন ভট্টাচার্য

শেরপুর নিউজ: পল্লী উন্নয়ন একাডেমী (আরডিএ) ও স্বাস্থ্য অধিদপ্তর,ঢাকা এর যৌথ উদ্যোগে আয়োজিত বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার কর্মকর্তাদের দুই মাস মেয়াদি ৮০তম ও ৮১তম বিশেষ বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠান বৃহস্পতিবার (৫ অক্টোবর) আরডিএ, বগুডায় অনুষ্ঠিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মান প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এমপি।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সম্মানিত সচিব মোসাম্মৎ হামিদা বেগম, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ। বিশেষ অতিথি হিসাবে আরও উপস্থিত ছিলেন অধ্যাপক ডাঃ মোঃ রেজাউল আলম, অধ্যক্ষ, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ, বগুড়া এবং ড. আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত মহাপরিচালক, আরডিএ, বগুড়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মো:খুরশীদ ইকবাল রেজভী, মহাপরিচালক (অতিরিক্ত সচিব), পল্লী উন্নয়ন একাডেমী বগুড়া।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডাঃ মোহাম্মদ শফিউল আজম, সিভিল সার্জন, বগুড়া, মোঃ ফেরদৌস হোসেন খান, পরিচালক (প্রশিক্ষণ), আরডিএ, বগুড়া সহ একাডেমির অনুষদ সদস্যবৃন্দ এবং বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স দুটির ৮০ জন নবীন বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার কর্মকর্তা। ৮০তম ও ৮১তম বিশেষ বুনিয়াদি প্রশিক্ষণদ্বয়ের কোর্স পরিচালক দ্বয় যথাক্রমে একাডেমির পরিচালক ড. শেখ
মেহেদী মোহাম্মদ ও যুগ্মপরিচালক জনাব মোঃ দেলোয়ার হোসেন স্বাগত বক্তব্য রাখেন।

মন্ত্রী বলেন শেখ হাসিনার সরকার স্বাস্থ্য খাতকে গুরুত্ব দিয়ে ডাক্তার, নার্স নিয়োগ দিয়েছেন। করোনা কালীন ডাক্তার নার্স গন যে ভাবে নিজের জীবন বাজী রেখে জনগনের পাশে দারিয়ে সেবা দিয়েছেন এই জন্য ধন্যবাদ জানান। আগামী দিনে স্মার্ট স্বাস্থ্য সেবা দিবেন আপনারাই। ২০৪১ সালকে সামনে রেখেই সরকার আপনাদের এই ধরনের প্রশিক্ষনের আযোজন যার মাধ্যমে আগামী দিনে সবার চিকিৎসা যেন নিশ্চিত হয়।

Check Also

বগুড়া কারাগারে অসুস্থ সাবেক এমপি রাগেবুল আহসান রিপু

শেরপুর নিউজ ডেস্ক: বগুড়া কারাগারে অসুস্থ হয়ে পড়েছেন সদর আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 − two =

Contact Us