শেরপুর নিউজ ডেস্ক: গত কয়েকদিনের টানা বৃষ্টিতে বগুড়ার জনজীবন থমকে পড়েছে। বর্ষার শেষে এমন বৃষ্টিতে শহরে যেমন স্থবিরতা দেখা দিয়েছে, তেমনি বিপাকে পড়েছেন কৃষিখাতের লোকজন। গতকাল বৃহস্পতিবার সকাল ৬ টা থেকে বিকেল তিনটা পর্যন্ত বগুড়ায় বৃষ্টিপাত রেকর্ড করা হয় প্রায় ৩৫ মিলিমিটার। এমন বৃষ্টিপাত থাকতে পারে আরও অন্তত তিনদিন।
জেলার আবহাওয়া দপ্তর বলছে, আবহাওয়া দপ্তর জানিয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি বর্তমানে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন বাংলাদেশের উত্তর-পশ্চিমাংশে অবস্থান করছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ুর অক্ষ পূর্ব উত্তর প্রদেশ, বিহার, লঘুচাপের কেন্দ্রস্থল ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে।
এই লঘুচাপের কারণে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে। এ সময়ে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
এর মধ্যে রাজশাহীতে গত ২৪ ঘণ্টায় মৌসুমের সর্বোচ্চ বৃষ্টিপাত হয় ১৬৬ মিলিমিটার। চলতি সপ্তাহ জুড়ে বগুড়াতেও কখনও ভারী কখনও মাঝারি বৃষ্টিপাত হচ্ছে।
গত বুধবার থেকে বৃহস্পতিবার ২৪ ঘণ্টায় বগুড়ায় বৃষ্টিপাত হয়েছে ২৭ মিলিমিটার। আর বৃহস্পতিবার সকাল ৬ টা থেকে বিকেল তিনটা পর্যন্ত বগুড়ায় বৃষ্টিপাত রেকর্ড করা হয় ৩৪ দশমিক ৮ মিলিমিটার।
দিনব্যাপী বৃষ্টির কারণে শহরের মানুষের স্বাভাবিক চলাচলে সংকট দেখা দিয়েছে। শহরের প্রধান সড়কগুলোর বিভিন্ন স্থানে প্রায় হাটু পরিমাণ পানি জমেছে। ফলে যানবাহন নিয়ে চলাচল করতে হচ্ছে শহরবাসীর।
এ বৃষ্টিপাতের প্রভাবে বগুড়ার প্রায় সব উপজেলায় আবাদি জমি পানিতে নিমজ্জিত হয়ে পড়েছে। পাশাপাশি ভারতের অংশে বৃষ্টিপাতের কারণে উজানের ঢলে জেলার নদীগুলোতেও পানি বেড়েছে। বগুড়ার বাঙালী নদীর অববাহিকায় ৫টি উপজেলায় কমপক্ষে ২৪১ হেক্টর জমিতে এই ঢলের পানি ঢুকে পড়েছে। এছাড়াও বাঙালী নদীর বিভিন্ন স্থানে দেখা দিয়েছে ভাঙ্গন।
সারিয়াকান্দির কৃষক জাহাঙ্গীর আলম বলেন, হঠাৎ করে বৃষ্টির কারণে আমন ধানে পানি প্রবেশ করেছে। এতে ফসলের ব্যাপক ক্ষতির শঙ্কা দেখা দিয়েছে।
তবে বৃষ্টিপাত বাড়লেও আমন ফসলের তেমন ক্ষতি হবে না বলে জানান বগুড়া জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মতলুবুর রহমান। তিনি বলেন , যদি দ্রুত জমি থেকে বন্যার পানি নেমে যায়, তবে আমন ফসলের তেমন একটা ক্ষতি হবে না।