শেরপুর নিউজ ডেস্ক: সাগরে সৃষ্ট লঘুচাপে গত কয়েক দিনের টানা বৃষ্টিতে বগুড়ার মাঠে থাকা বিভিন্ন ফসল আক্রান্ত হয়েছে। মাঠে থাকা বিভিন্ন ধরনের সবজি, রোপাআমন, মাষকলাই ও মরিচের জমিতে বৃষ্টির পানি জমে ফসল নষ্টের শঙ্কায় চাষিরা।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বগুড়া সূত্রে জানা গেছে, চলতি মাসের ১ তারিখ থেকে গতকাল বৃহস্পতিবার ৫ অক্টোবর পর্যন্ত বগুড়ার পাঁচটি উপজেলা শেরপুর, সারিয়াকান্দি, গাবতলী, সোনাতলা ও শিবগঞ্জ উপজেলার মোট ৩৩৬ হেক্টর জমির ফসল বৃষ্টিতে আক্রান্ত হয়েছে। এরমধ্যে সবজির জমি রয়েছে ১৩ হেক্টর, রোপাআপমন ২৯৬ হেক্টর, মাষকলাই ২২ ও মরিচের জমি রয়েছে ৫ হেক্টর।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বগুড়ার উপ-পরিচালক মতলুবর রহমান বলেন, গত কয়েক দিনের বৃষ্টিতে বগুড়ায় যে পরিমাণ ফসলের জমিতে পানি জমেছে, তাতে দন্ডায়মান ফসলের কিছুটা ক্ষতি হবে। তবে বৃষ্টি থেমে গিয়ে আবহাওয়া স্বাভাবিক হলে এসব ফসলের তেমন কোন ক্ষতির শঙ্কা নেই। তিনি আরও বলেন, এখনও শীতকালীন সবজি চাষের মৌসুম শুরু হয়নি। ফলে এই টানা বৃষ্টিতে আক্রান্ত ফসলের পরিমাণও কম। যেহেতু বৃষ্টি এখনও হচ্ছে তাই কী পরিমাণ জমির ফসল ক্ষতিগ্রস্ত হবে তা বলা যাচ্ছে না। বৃষ্টি থেমে গেলে মাঠ পর্যায় থেকে তথ্য নিয়ে চূড়ান্ত ক্ষতি নিরুপণ করা সম্ভব হবে।
বগুড়া সদরের শ্যামবাড়িয়া এলাকার কৃষক রফিকুল ইসলাম বলছেন, গত দু’সপ্তাহর বেশি হলো দেড় বিঘা জমিতে লালশাক চাষ করেছেন। টানা বৃষ্টিতে বেশিরভাগ জমির লালশাক মাটিতে পড়ে গেছে। জমিতে যাতে পানি না জমে সেজন্য তিনি সকাল-বিকেল জমির পরিচর্যা করছেন। বৃষ্টি বাড়লে ফসল রক্ষা করা কঠিন হয়ে দাঁড়াবে বলে আক্ষেপ করেন তিনি।
কৃষক আব্দুল গফুর বলেন, তার দুই বিঘা জমির পুঁই শাক টানা বৃষ্টিতে আক্রান্ত হয়েছে। জমি কিছুটা নিচু হওয়ায় পানি জমে গাছ সব পড়ে গেছে। বৃষ্টি থেমে রোদ না উঠলে জমিতে থাকা পুঁইশাক নষ্ট হওয়ার শঙ্কা করছেন এই কৃষক।