সর্বশেষ সংবাদ
Home / বিনোদন / নাইম-শাবনাজের দাম্পত্য জীবনের তিন দশক

নাইম-শাবনাজের দাম্পত্য জীবনের তিন দশক

শেরপুর নিউজ ডেস্ক: একে অপরকে ভালোবাসা, প্রেম, পরে বিয়ে করে সুখে সংসার করছেন নব্বইয়ের দশকের সেরা জুটি শাবনাজ-নাঈম। টানা অভিনয় করতে গিয়ে সম্পর্ক গড়ে ওঠে তাদের মধ্যে। অল্প সময়ের মধ্যেই তারা বিবাহবন্ধনে আবদ্ধ। বিচ্ছেদের স্রোতের বিপরীতে দাঁড়িয়ে ভালোবাসার অনবদ্য এক গল্প লিখে চলেছেন। পরিণত হয়েছেন শোবিজের অন্যতম আদর্শ দম্পতিতে।

৫ অক্টোবর নাঈম-শাবনাজ তাদের বিবাহিত জীবনের ২৯ বছর পেরিয়ে ৩০ বছরে পা রাখলেন। সুখে-ভালোবাসায় পথচলার তিন দশক শুরু হলো দুজনের। একেবারেই পারিবারিকভাবে দিনটি উদযাপন করবেন বলে জানালেন তারা।

১৯৯১ সালের ৪ অক্টোবর এহতেশাম পরিচালিত ‘চাঁদনী’ মুক্তি পায়। সিনেমাতে অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রে নাঈম-শাবনাজ জুটির অভিষেক হয়। শফিউল আলম পরিচালিত ‘বিষের বাঁশি’ সিনেমায় অভিনয় করতে গিয়েই নাঈম ও শাবনাজের প্রেমের সম্পর্কের গভীরতা বাড়ে। জনপ্রিয়তার তুঙ্গে থাকা অবস্থায় ১৯৯৪ সালের ৫ অক্টোবর বিয়ে করেন তারা।

 

Check Also

হানিমুনে গেলেন তাহসান-রোজা

শেরপুর নিউজ ডেস্ক: তাহসান রহমান খান সংগীতশিল্পী হিসেবে খ্যাতি অর্জন করেন। পরবর্তী সময়ে নাটকে অভিনয় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × two =

Contact Us