সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি: উজান থেকে নেমে আসা ঢলের পানি ও কয়েক দিনের টানা প্রবল বর্ষণে বগুড়ার সারিয়াকান্দি বাঙালি নদীতে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে।
পানি উন্নয়ন বোর্ড বগুড়া সূত্র জানায়, শুক্রবার সারিয়াকান্দি পয়েন্টে বাঙালি নদীতে পানি বিপৎসীমার ৩৬ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
পানি বাড়তে থাকায় উপজেলার বাঙালি নদীর তীরবর্তী নারচি, গোদাগাড়ি, হাটশেরপুর, বরুরবাড়ি, সারিয়াকান্দি, গোশাইবাড়ি, রামচন্দ্রপুর, ছাগলধরা, মাছিরপাড়া, কুতুবপুর, বাঁশহাটা, ভেলাবাড়ি ও জোড়গাছা এলাকা প্লাবিত হয়ে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, ১৭৫ হেক্টর জমির রোপা আমন, মাষকলাই, মরিচ এবং শাকসবজির ক্ষেত তলিয়ে গেছে।
সারিয়াকান্দি উপজেলা কৃষি অফিসার আব্দুল হালিম জানান, দ্রুত পানি না কমলে ফসলের ব্যাপক ক্ষতি হবে।