সর্বশেষ সংবাদ
Home / স্বাস্থ্য / ডিসেম্বর পর্যন্ত থাকতে পারে ডেঙ্গুর প্রকোপ

ডিসেম্বর পর্যন্ত থাকতে পারে ডেঙ্গুর প্রকোপ

শেরপুর নিউজ ডেস্ক: ঢাকার বাইরের জেলাগুলোতে ডেঙ্গু রোগী দুই মাস ধরে বাড়ছে। অক্টোবরের প্রথম ছয় দিনে ঢাকার বাইরে রোগী উদ্বেগজনক হারে বেড়েছে। এখনও অনেক বৃষ্টি হচ্ছে, মাঝে মাঝে ভ্যাপসা গরম পড়ছে। সঙ্গে থাকছে ব্যাপক আর্দ্রতা। এমন আবহাওয়া এডিস মশা বৃদ্ধির অনুকূল। তাই এবার দীর্ঘ হতে পারে ডেঙ্গুর মৌসুম।

আবহাওয়াবিদরা বলছেন, এ মাসজুড়েই আবহাওয়ার এমন অবস্থা থাকতে পারে। কীটতত্ত্ববিদ এবং জনস্বাস্থ্যবিদদের আশঙ্কা, এমন পরিস্থিতিতে ডেঙ্গু আরও ভয়াবহ হতে পারে। দেশে সাধারণত ডেঙ্গুর মৌসুম শুরু হয় জুনে। সেপ্টেম্বর পর্যন্ত প্রকোপ থাকে। কিন্তু গত বছর ডেঙ্গু ছিল অক্টোবর পর্যন্ত। এ বছর নভেম্বর ও ডিসেম্বরেও ডেঙ্গু থাকতে পারে। আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইট থেকে পাওয়া গতকাল সর্বশেষ তথ্য অনুযায়ী, ঢাকার তাপমাত্রা সর্বোচ্চ ২৯.৩ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ৯২ শতাংশ রেকর্ড করা হয়েছে। পরের ২৪ ঘণ্টা তা অপরিবর্তিত থাকতে পারে। এ ছাড়া জানা গেছে, আক্টোবরের মাঝামাঝিতে এমন বৃষ্টি হতে পারে। কীটতত্ত্ববিদ এবং জনস্বাস্থ্যবিদরা বলছেন, এমন গরম আবহাওয়ায় বাতাসে আর্দ্রতা বেশি থাকলেও মশা বাড়বে। তাপমাত্রা ২৫ থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াস ও আর্দ্রতা ৭০ শতাংশের বেশি হলো এডিস মশা প্রজননের জন্য উপযোগী আবহাওয়া। এমন আবহাওয়ায় এডিসের লার্ভা থেকে মশা সৃষ্টি হতে তিন দিনের মতো সময় লাগে। জলবায়ু পরিবর্তনের কারণে শুধু বাংলাদেশ নয়; ডেঙ্গুর প্রকোপ এখন ৭০টির বেশি দেশে। গতকাল বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) এক সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, বিদ্যমান গরম আবহাওয়ার কারণে ডেঙ্গু মহামারিতে রূপ নিতে পারে। চলতি দশকে যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চল, দক্ষিণ ইউরোপ ও আফ্রিকার বেশ কিছু নতুন অঞ্চলে ডেঙ্গু ছড়িয়ে পড়বে। এশিয়া ও লাতিন আমেরিকার অনেক অঞ্চলে দীর্ঘদিন ধরে ডেঙ্গু একটি আতঙ্কের নাম। এসব অঞ্চলে প্রতি বছর অক্রান্ত হয়ে ২০ হাজারেরও বেশি মানুষ প্রাণ হারাচ্ছে। ২০০০ সালের তুলনায় আক্রান্তের হার বিশ্বব্যাপী বেড়েছে প্রায় আট গুণ। জলবায়ুর পরিবর্তন ও ক্রমান্বয়ে নগরায়ণ বৃদ্ধির কারণেই বিশ্বব্যাপী এটি আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা।

বিভিন্ন জনস্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, ২০২২ সালে বিশ্বব্যাপী প্রায় ৪২ লাখ ডেঙ্গু আক্রান্ত রোগী শনাক্ত হয়েছিল। চলতি বছর ৯ মাসে আক্রান্ত হয়েছে ৩৮ লাখের বেশি মানুষ। বাংলাদেশে ৯ মাসে মারা গেছে এক হাজারেরও বেশি মানুষ।

গবেষকরা যা বলছেন এ বছর দেশে ডেঙ্গু ভিন্ন রূপ নিয়ে হাজির হয়েছে। এখন এটি শুধু মৌসুমি কোনো রোগ নয়, আবার ঢাকাকেন্দ্রিকও নয়। তাই প্রতিরোধে চিরাচরিত পদ্ধতি পাল্টে নতুন উদ্যোগ নিতে হবে। মশার উপদ্রব বাড়বে না কমবে সেটা নির্ভর করে তাপমাত্রা ও আর্দ্রতার ওপর। রোগতত্ত্ববিদ মুশতাক হোসেন বলেন, এমন বৃষ্টিতে ডেঙ্গু কমবে না, বরং এডিস মশা বাড়বে। বৃষ্টি পুরোপুরি বন্ধ হওয়ার এক থেকে দেড় মাসের মধ্যে তা কমতে থাকবে। তিনি আরও বলেন, ‘ডেঙ্গু বিস্তার বা মৃত্যু কমার জন্য যা যা করা প্রয়োজন ছিল, তার কোনো কিছুই করা হয়নি।’

প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহ বলেন, এবার ডেঙ্গুর সবচেয়ে বড় বিষয় হলো এর ধরন পরিবর্তন। এ কারণে জটিল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। অনেকেই সময় মতো সতর্ক না হওয়ায় দেরিতে চিকিৎসা শুরু হয়েছে। তাই রোগীর প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হয়নি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. কবিরুল বাশার বলেন, এমন আবহাওয়ায় মশা আরও বাড়তে পারে। কবে ডেঙ্গু সংক্রমণ কমবে, তা নির্ভর করছে বৃষ্টি থাকার ওপর। বৃষ্টি অক্টোবরজুড়ে থাকলে বলা যায়, এবার ডেঙ্গু মৌসুম দীর্ঘ হয়ে শীতকাল পর্যন্ত থাকবে। অক্রান্তের হার কমলেও বছরজুড়েই থাকবে। স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক আহমেদুল কবীর বলেন, ‘তাপমাত্রা না কমলে হয়তো ডেঙ্গুর বিস্তার কমবে না। বৃষ্টি না থামলে কমার সম্ভাবনা দেখছি না। এডিস মশার বংশ বৃদ্ধি প্রকৃতির ওপর নির্ভর করে।’

Check Also

বিশ্বে ৮০ কোটির বেশি মানুষ ডায়াবেটিসে আক্রান্ত

শেরপুর নিউজ ডেস্ক : বিশ্বজুড়ে ৮০ কোটির বেশি প্রাপ্তবয়স্ক মানুষ ডায়াবেটিসে আক্রান্ত। আগের হিসাবের তুলনায় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 1 =

Contact Us