শেরপুর নিউজ: বগুড়ার শেরপুরে ডেঙ্গুজ¦রে আক্রান্ত হবার কয়েকদিন পর ফল ব্যবসায়ী বিপ্লব হোসেন বিপুর (৪০) মারা গেছে।
শুক্রবার (৬ অক্টোবর) বিকালে ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়। তিনি শেরপুর উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের দুবলাগাড়ী চকপোতা গ্রামের বাসিন্দা এবং শেরপুর শহরের বাসষ্ট্যান্ড শাহী জামে মসজিদ মার্কেটের পাইকারী ফল বিক্রেতা ছিলেন।
তার নামাজে জানাযা শনিবার সকাল ১০টায় ঐতিহ্যবাহী দুবলাগাড়ী ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে।
তার পারিবারিক সুত্রে জানা গেছে, ডেঙ্গুজ¦রে আক্রান্ত হবার পর তাকে প্রথমে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে বুধবার বগুড়া শজিমেক হাসপাতালে রেফার্ড করা হয়। এরপর উন্নত চিকি’সার জন্যর জন্য তাকে ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে নেয়া হলে সেখানে শুক্রবার বিকালে তার মৃত্যু হয়।