শেরপুর নিউজ ডেস্ক: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, স্যাংশন ও মার্কিন ভিসা নীতির ওপর নির্ভর না করে আন্দোলনের মাধ্যমেই বিএনপি এ সরকারকে হটাবে। তিনি বলেন, সরকার পতনে যা কিছু করা লাগে তাই করা হবে।
শনিবার (০৭ অক্টোবর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, সরকারের পদত্যাগ, বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং ১ দফা দাবিতে বেসরকারি শিক্ষক-কর্মচারী সমাবেশে এসব কথা বলেন তিনি।
ফখরুল বলেন, ‘রাজনৈতিকভাবে এই সরকারের সময় শেষ হয়ে গেছে, জনগণ এই সরকারকে টেনে নামাবে।’ ‘শেখ হাসিনার অধীনে নির্বাচন হয় না, তার বড় প্রমাণ ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচন।’ ‘সম্পূর্ণ বেআইনিভাবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে সাজা দিয়ে বন্দী অবস্থায় রেখেছে।’
২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমানসহ বিএনপি নেতাদের বিরুদ্ধে অভিযোগ প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘মুফতি হান্নানকে রিমান্ডে নিয়ে জোর করে স্বীকারোক্তি আদায় করা হয়েছে। এরপর তাকে সাজা দেয়া হয়েছে। তার এই দণ্ড জুডিশিয়াল কিলিং।’
বাংলাদেশে জঙ্গি তৎপরতা এবং অনেকগুলো হামলার সঙ্গে জড়িয়ে আছে মুফতি হান্নানের নাম। ২০০৪ সালের ২১ শে আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা, সাবেক অর্থমন্ত্রী শাহ এমএস কিবরিয়াকে হত্যা, ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর সিলেটে গ্রেনেড হামলা চালিয়েছিল মুফতি হান্নান।
সিলেটে গ্রেনেড হামলা মামলায় ২০১৭ সালের এপ্রিলে মুফতি হান্নানের ফাঁসি কার্যকর হয়।