শেরপুর নিউজ ডেস্ক: শত শত রকেট দিয়ে ইসরায়েলে নজিরবিহীন হামলা চালিয়েছে ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাস। জল, স্থল ও অন্তরীক্ষে চালানো এ হামলায় ইসরায়েলের অন্তত ১৫০ নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন ১ হাজার ১০০ জন। প্রতিষ্ঠার পর গত ৭৫ বছরে কখনও এমন পরিস্থিতিতে পড়েনি ইহুদিবাদী দেশটি।
গতকাল শনিবার প্রত্যুষে হামলা শুরুর প্রথম ২০ মিনিটে দুই হাজারের বেশি রকেট নিক্ষেপ করা হয়। এতে অন্তত ১০০ জন নিহত হয়েছেন বলে ইসরায়েলি গণমাধ্যমের বরাতে জানিয়েছে আলজাজিরা। জবাবে পাল্টা রকেট হামলা চালায় তেলআবিব। এতে গাজায় অন্তত ২০০ জন নিহত হন। আহত হয়েছেন ১ হাজার ৬১০ জন।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, ‘আমরা যুদ্ধের মধ্যে আছি।’ হামাসকে এ হামলার ‘অসামান্য মূল্য’ দিতে হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। হামাস বলছে, তারা কর্মকর্তাসহ বহু সেনাসদস্যকে আটক করেছে। তাদের বিনিময়ে বন্দি সব ফিলিস্তিনিকে মুক্ত করা সম্ভব হবে। এর মধ্যে গাজা থেকে সশস্ত্র হামাস সদস্যদের ইসরায়েলে প্রবেশের খবর পাওয়া গেছে। হামাস বলেছে, তাদের লক্ষ্য ফিলিস্তিনকে স্বাধীন করা।
‘অপারেশন আল-আকসা ফ্লাড’ নামে এ অভিযানে অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে অন্তত ২ হাজার ২০০টি রকেট ছুড়েছে হামাস। প্যারাসুট নিয়ে হামাস সদস্যরা ইসরায়েলে প্রবেশ করেন এবং হামলা চালান। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর বরাত দিয়ে সিএনএন জানায়, অন্তত আধা ডজন স্থানে দু’পক্ষের মধ্যে সশস্ত্র লড়াই চলছিল। দু’পক্ষে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। ২০২১ সালের ১১ দিনের এক যুদ্ধের পর এবারের এই সংঘাত সবচেয়ে ভয়াবহ হিসেবে দেখা দিয়েছে। শনিবার ছিল ১৯৭৩ সালে সংঘটিত আরব-ইসরায়েল যুদ্ধের ৫০তম বার্ষিকী। ওই দিনই এ হামলার ঘটনা ঘটল। এ ঘটনা সাম্প্রতিক সৌদি-ইসরায়েল সম্পর্ককেও প্রভাবিত করতে পারে। এ দুই দেশ নিজেদের মধ্যে সম্পর্কোন্নয়নে একটি সমঝোতা চুক্তি নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে। মধ্যস্থতায় রয়েছে যুক্তরাষ্ট্র। গণমাধ্যমে প্রকাশিত ছবি ও ভিডিও ফুটেজে দেখা যায়, বৃষ্টির মতো রকেট ইসরায়েলে আঘাত হানছে। লোকজন আতঙ্কিত হয়ে এদিক-ওদিক দৌড়াচ্ছে। অনেকে ভবনের আড়ালে লুকিয়ে পড়ছে। বিভিন্ন ভবন থেকে ধোঁয়া উড়ছে। রাস্তায় থাকা গাড়ির সারি পুড়ে গেছে।
স্থলপথেও হামাসের সশস্ত্র সদস্যরা ইসরায়েলের দক্ষিণাঞ্চল দিয়ে প্রবেশ করেন। সূত্রের বরাত দিয়ে আলজাজিরা জানায়, অনুপ্রবেশ করা ফিলিস্তিনির সংখ্যা ১ হাজারের বেশি। ২২টি স্থানে ইসরায়েলি বাহিনীর সঙ্গে লড়াই করছেন হামাস যোদ্ধারা। রামাল্লা থেকে কাতারভিত্তিক সংবাদমাধ্যমটির ব্যুরোপ্রধান বলেন, চারটি পথে হামাস সদস্যরা প্রবেশ করেছেন। ১৯৪৮ সালে ইসরায়েল প্রতিষ্ঠার পর এটাই প্রথম এ ধরনের ঘটনা। হামাসের উপপ্রধান সালেহ-আরৌরি জানান, ইসরায়েলের কর্মকর্তাসহ তারা একটি বড় সংখ্যক সেনাকে আটক করেছেন। তিনি জানান, তাদের কাছে অনেক ইসরায়েলি সেনা রয়েছেন। ফিলিস্তিনি বন্দিদের মুক্তি দিলে তাদের ছেড়ে দেওয়া হবে। চলমান পরিস্থিতিতে গাজা দীর্ঘ সময় ধরে ইসরায়েলি হামলার শিকার হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। যুক্তরাষ্ট্র বলেছে, ইসরায়েলের আত্মরক্ষায় যা যা প্রয়োজন, তা নিশ্চিত করতে কাজ করবে তারা। হামলার নিন্দা জানিয়েছে যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন, ভারত ও ইউক্রেন।
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। এ সময় ইসরায়েলের আত্মরক্ষায় সবকিছু করার অঙ্গীকার করেন বাইডেন। নেতানিয়াহু বলেছেন, হামাসের বিরুদ্ধে জয়ের জন্য দীর্ঘ মেয়াদে শক্তি প্রয়োগ করতে হবে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইটে হামাসের হামলার নিন্দা জানিয়ে বলেছেন, ‘ইসরায়েলে সন্ত্রাসী হামলার খবরে বিস্মিত হয়েছি। নিরীহ নিহত মানুষ ও তাদের পরিবারের প্রতি আমরা সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করছি। এমন কঠিন মুহূর্তে আমরা ইসরায়েলের পক্ষে আছি।’
অনেক লোক রাজধানী তেলআবিবে তাদের বাসভবন থেকে অন্যত্র আশ্রয় নিচ্ছেন। হামলার জেরে অধিকৃত পশ্চিম তীরের জেরুজালেম শহরে প্রবেশের চেকপয়েন্টগুলো বন্ধ করে দিয়েছে ইসরায়েলের পুলিশ। ফিলিস্তিনিরা বলছেন, তাদের চলাচলের স্বাধীনতা লঙ্ঘন করা হচ্ছে। ইসরায়েলের শিক্ষামন্ত্রী আজ রোববার সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছেন। এরই মধ্যে জার্মানিসহ কয়েকটি দেশ ইসরায়েলে ফ্লাইট বাতিল করেছে। এ প্রেক্ষাপটে বেসামরিক লোকজনকে শিকারে পরিণত না করার জন্য দু’পক্ষকেই আহ্বান জানিয়েছে রেড ক্রসের আন্তর্জাতিক কমিটি।
গাজায় পাল্টা হামলার শূন্য থেকে তোলা ছবি প্রকাশ করেছে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়। সেখানে আকাশে যুদ্ধবিমানের বিকট শব্দ, সেই সঙ্গে বিভিন্ন স্থানে বোমা বিস্ফোরণের আওয়াজও শোনা যাচ্ছে। পরিস্থিতি সামাল দিতে তেলআবিবে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদস্যদের সঙ্গে জরুরি বৈঠক করেছেন নেতানিয়াহু। তিনি বলেন, তাদের প্রথম কাজ হবে ‘শত্রু বাহিনী’ যেসব জায়গায় প্রবেশ করেছে, সে স্থানগুলো পরিষ্কার করা। যেসব শহর হামলার শিকার হয়েছে, সেখানে শান্তি ফিরিয়ে আনা। তিনি বলেন, ‘আমরা যুদ্ধের মধ্যে আছি; আর যুদ্ধে শান্ত থাকতে হয়।’ ‘সর্বোচ্চ লক্ষ্য– বিজয়ের জন্য।’ তিনি ইসরায়েলের সব নাগরিককে ঐক্যবদ্ধ হওয়ারও আহ্বান জানান।
হামলার ঘটনায় সামাজিক মাধ্যমে নিন্দা জানিয়েছেন ইসরায়েলে মার্কিন রাষ্ট্রদূত স্টিফানি হ্যালেট। ইসরায়েল ও ফিলিস্তিন সংঘাতে মধ্যস্থতাকারীর ভূমিকায় দেখা যায় মিসরকে। এরই মধ্যে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে দু’পক্ষকে শান্ত হওয়ার আহ্বান জানিয়েছে। একটি রাজনৈতিক সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান বলেছেন, তাঁর দেশ দু’পক্ষকে সংযত থেকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছে। সৌদি আরব বলছে, তারা ‘অভূতপূর্ব’ পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে। সেই সঙ্গে দেশটি দু’পক্ষকে অবিলম্বে উস্কানি বন্ধ ও ফিলিস্তিনিদের অধিকার রক্ষার আহ্বান জানিয়েছে। এ ইস্যুতে আলোচনার জন্য আজ রোববার নিরাপত্তা পরিষদের বৈঠক বসছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইএসএনএ জানায়, দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির এক উপদেষ্টা ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়েছেন। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ এ হামলার কঠোর নিন্দা জানিয়েছেন। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক বলেছেন, হামলার খবর শুনে তিনি মর্মাহত।
হামলায় ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে নতুন করে প্রশ্নের মুখে ফেলেছে। রাজনৈতিক বিশ্লেষক নুর ওদেহ বলেন, ইসরায়েলে এ ধরনের হামলা হবে– এটা বললে এ ঘটনার আগে কেউ বিশ্বাস করত না। এ হামলা নিয়ে কোনো ধারণাই ছিল না ইসরায়েলের, যা ঘটেছে তা একেবারেই অপ্রত্যাশিত। হামাসের প্রায় এক হাজার যোদ্ধা ইসরায়েলের দখলকৃত স্থানগুলোতে প্রবেশ করেন। সেখানে গিয়েই তারা ইসরায়েলি সেনাদের ওপর হামলা চালান। এ ছাড়া অসংখ্য অবৈধ বসতি স্থাপনকারীকেও আটক করেন তারা। যাদের অনেককে ধরে গাজা উপত্যকায় নিয়ে আসা হয়েছে। ১৫ বছর আগে হামাস গাজা উপত্যকার নিয়ন্ত্রণ নেয়। কিন্তু এই ১৫ বছরে তারা কখনও এ ধরনের কোনো কিছু করেনি। ফিলিস্তিনি ও ইসরায়েলিদের মধ্যে মাঝেমধ্যে সংঘর্ষ হয়। কিন্তু সেগুলো মূলত পশ্চিম তীরে হয়ে থাকে। এই পশ্চিম তীর জেরুজালেম থেকে শুরু করে জর্ডান সীমান্ত পর্যন্ত বিস্তৃত। শনিবার সকালে যেভাবে হামাসের শত শত যোদ্ধা ইসরায়েলে প্রবেশ করেছেন, তা ইসরায়েলিরা কখনও কল্পনাও করেনি। এ ছাড়া চেকপোস্টে থাকা ইসরায়েলি সেনাদের যেভাবে হামাসের সদস্যরা ধরে নিয়ে এসেছেন, সেটি অনেকের কাছে বিস্ময় মনে হয়েছে। হামাসের এমন হামলার পর ইসরায়েলের গোয়েন্দা সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠেছে। গাজার এ সশস্ত্র গোষ্ঠীর এতটা সংঘটিত হওয়া এবং হামলার পরিকল্পনার ব্যাপারে আগে থেকে কোনো তথ্যই জানতে পারেনি ইসরায়েল। অথচ গোয়েন্দা তথ্যের দিক দিয়ে ইসরায়েলকে বিশ্বের সেরা হিসেবে ধরা হয়।
কেন হামাসের হামলা: কয়েক মাস ধরে ইসরায়েলের অবৈধ বসতি স্থাপনকারীরা ফিলিস্তিনিদের ওপর অত্যাচার ও নিপীড়ন চালিয়ে যাচ্ছিল। আর এসব অত্যাচারের মাত্রা বেড়ে যাওয়ার পর গাজার সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বৃদ্ধি পাচ্ছিল। অন্যদিকে অবৈধ বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য হামাসের ওপর চাপ বাড়ছিল। আর এসব চাপের মধ্যেই সবাইকে চমকে দিয়ে গতকাল ইসরায়েলে ব্যাপক হামলা চালিয়েছে তারা। গত কয়েক বছরের মধ্যে ইসরায়েলে চালানো হামাসের সবচেয়ে ভয়াবহ হামলার প্রধান লক্ষ্য ফিলিস্তিনের স্বাধীনতা। ফিলিস্তিনের সশস্ত্র ইসলামপন্থি গোষ্ঠী হামাসের উপপ্রধান সালেহ আল-অরোরি বলেছেন, ফিলিস্তিনের স্বাধীনতার জন্য তাঁর দল যুদ্ধ শুরু করেছে। আর এই যুদ্ধের সবচেয়ে খারাপ পরিণতির জন্যও প্রস্তুত রয়েছে হামাস।
আলজাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে সালেহ আল-অরোরি বলেন, ‘এটা (হামলা-পাল্টা হামলা) কোনো অভিযান নয়; আমরা সর্বাত্মক যুদ্ধ শুরু করেছি। আমরা আশা করছি, যুদ্ধ অব্যাহত থাকবে এবং লড়াইয়ের পরিধি প্রসারিত হবে। আমাদের একটি প্রধান লক্ষ্য আছে, তা হলো আমাদের স্বাধীনতা এবং আমাদের পবিত্র স্থানগুলোর স্বাধীনতা।’ তিনি বলেন, স্বাধীনতা, ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে লড়াই করা এবং তাদের পবিত্র স্থানগুলো রক্ষার অধিকার রয়েছে ফিলিস্তিনিদের। সালেহ আল-অরোরি বলেন, ‘আমরা যতক্ষণ পর্যন্ত বিজয়, স্বাধীনতার স্বাদ না পাব, ততক্ষণ পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাব।’
তিনি বলেন, চলমান এই যুদ্ধের সবচেয়ে খারাপ পরিস্থিতির জন্যও আমরা প্রস্তুত আছি। হামাসের এই উপপ্রধান বলেন, এখন সব পরিস্থিতিই সম্ভব। আমরা ইসরায়েলি স্থল হামলার জন্যও প্রস্তুত রয়েছি। ইসরায়েল বর্তমানে গাজা উপত্যকা ও পশ্চিম তীরে হামলা চালানোর পরিকল্পনা করছে বলেও মন্তব্য করেছেন তিনি।
হামাসের মুখপাত্র খালেদ কাদোমি আলজাজিরাকে বলেছেন, কয়েক দশক ধরে ফিলিস্তিনিরা যে নৃশংসতার মুখোমুখি হয়েছে, তার জবাবেই হামাস সামরিক অভিযান শুরু করেছে। তিনি বলেন, আমরা গাজা উপত্যকায়, ফিলিস্তিনি জনগণের ওপর ও আমাদের পবিত্র স্থাপনা আল-আকসায় ইসরায়েলি নৃশংসতার অবসানে বিশ্ব সম্প্রদায়ের সহায়তা চাই। এই লড়াই শুরুর পেছনের কারণ এসবই।
হামাসের সামরিক কমান্ডার মোহাম্মদ দেইফ বলেছেন, ‘এই পৃথিবীর শেষ দখলদারিত্বের অবসানের সর্বশ্রেষ্ঠ যুদ্ধের দিন আজ।’ ইসরায়েলে হামলা শুরুর কয়েক মিনিটের মধ্যে পাঁচ হাজার রকেট ছোড়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। হামাস বলছে, হামলা শুরুর প্রথম ২০ মিনিটের মধ্যেই ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে পাঁচ হাজারের বেশি রকেট-ক্ষেপণাস্ত্র ছুড়েছে। ইসরায়েলের ভূখণ্ডে হামাসের ঢুকে পড়ার তথ্য নিশ্চিত করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী।
গোয়েন্দা ব্যর্থতা: ‘এটা কীভাবে ঘটল, আমরা ভাবতেও পারছি না’– এত খ্যাতি, নিরাপত্তা ও নজরদারি সরঞ্জাম থাকার পরও ইসরায়েল কেন হামাসের হামলার বিষয়ে আগাম আঁচ করতে পারল না, সে প্রশ্নে এভাবেই প্রতিক্রিয়া জানালেন ইসরায়েলের গোয়েন্দা কর্মকর্তারা। বললেন, এ নিয়ে আগাম তথ্য পাননি তারা।
ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ, শিন বেত ও প্রতিরক্ষা বাহিনীর গোয়েন্দাদের কেউই জানত না, হামাস এ ধরনের একটি হামলা করতে যাচ্ছে। ইসরায়েলিদের কাছে এটা খুবই অবাক করার মতো বিষয়। আবার হতে পারে, গোয়েন্দাদের কেউ কেউ হামলার বিষয়ে আগাম তথ্য পেলেও সে অনুযায়ী দ্রুত পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছেন।
বলা হয়ে থাকে, মধ্যপ্রাচ্যের সবচেয়ে সক্রিয় ও চৌকস গোয়েন্দা সংস্থা হচ্ছে ইসরায়েলের। অঞ্চলটিতে গোয়েন্দাদের পেছনে ইসরায়েলের মতো এত বেশি অর্থ অন্য কোনো দেশ ব্যয় করে না। ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী, লেবানন, সিরিয়া ছাড়াও অন্যত্র তাদের গুপ্তচর ও তথ্যদাতা আছে।