শেরপুর নিউজ ডেস্ক: বগুড়ায় ২৮তম জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ (৮ থেকে ১৪ অক্টোবর) শুরু হয়েছে। বগুড়া সদর উপজেলা স্বাস্থ্য ও প প কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে রোববার সকালে জেলা সদর উপজেলার গোকুল বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও তমিরুনেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুড়া সদর উপজেলা স্বাস্থ্য ও প প কর্মকর্তা ডাঃ সামির হোসেন মিশু।
সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলার ডেপুটি সিভিল সার্জন ডাঃ শাহানাজ পারভীন, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মাহবুব মোর্শেদ, তমিরুনেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানিজিং কমিটির সভাপতি ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলু, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ পুনম সরকার, তমিরুনেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেবেকা সুলতানা, গোকুল বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি আবু বক্কর সিদ্দিক, প্রধান শিক্ষক রওশন আরা বেগম, মুক্তিযোদ্ধা রেজাউল করিম টুলু।
আরো বক্তব্য রাখেন সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মোছাঃ মাহবুবা খাতুন, বগুড়া সদর উপজেলা স্বাস্থ্য ও প প কর্মকর্তার কার্যালয়ের স্বাস্থ্য পরিদর্শক (ভারপ্রাপ্ত) মাসুদ রব্বানী, স্বাস্থ্য পরিদর্শক (অবঃ) নিবারন চন্দ্র, সহকারী স্বাস্থ্য পরিদর্শক আযম উদ্দিন, স্যানিটারী ইন্সেপেক্টর ভবেশ চন্দ্র রায়।
বক্তারা বলেন, ২০২৫ সালের মধ্যে বাংলাদেশ থেকে কৃমি নির্মূলের লক্ষে শিশুদের জন্য কৃমি নিয়ন্ত্রণ কার্যক্রম পরিচালনা করে আসছে স্বাস্থ্য অধিদপ্তর। এজন্য সকল শিশুকে কৃমি নিয়ন্ত্রণে ওষুধ সেবন করানো হবে।