সর্বশেষ সংবাদ
Home / আইন কানুন / মেয়াদোত্তীর্ণ ইউপিতেও বসবে প্রশাসক

মেয়াদোত্তীর্ণ ইউপিতেও বসবে প্রশাসক

শেরপুর নিউজ ডেস্ক: পৌরসভা ও জেলা পরিষদের মতো মেয়াদোত্তীর্ণ ইউনিয়ন পরিষদেও (ইউপি) প্রশাসক বসানো যাবে এমন বিধান রেখে‌ ‘স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) (সংশোধন) আইন, ২০২৩’ এর খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার (৯ অক্টোবর) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে সভাপতিত্ব করেন।

বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান।

সংশোধিত খসড়া আইন অনুযায়ী, ‘ইউনিয়ন পরিষদ সচিব’র পদবি বদলে হচ্ছে ‘ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা’।

এ ছাড়া নারী শ্রমিক‌দের মাতৃত্বকালীন ছু‌টি ১১২‌ দি‌নের প‌রিবর্তে ৮‌ দিন বা‌ড়ি‌য়ে ১২০‌ দিন করার বিধান রে‌খে বাংলা‌দেশ শ্রম সং‌শোধন আইন, ২০২৩ এর নী‌তিগত অনু‌মোদন‌ দি‌য়ে‌ছে ম‌ন্ত্রিসভা। সেই সঙ্গে এই ছুটি নারী শ্রমিকের ইচ্ছা অনুযায়ী তার সুবিধামতো সময়ে নেওয়ার সুযোগ দেওয়া হয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন বলেন, আগে নারী শ্রমিকরা মাতৃত্বকালীন ছুটি পেতেন ১৬ সপ্তাহ। এটি তিনি মা হয়ার আগে ও পরে মিলিয়ে পেতেন। এখন এটি পরিবর্তন করে মাতৃত্বকালীন ছুটি ১২০ দিন করা হয়েছে। এর মাধ্যমে মাতৃত্বকালীন ছুটি ৮ দিন বাড়ানো হয়েছে। সেই সঙ্গে এই ছুটি নারী শ্রমিক তার সুবিধামতো সময়ে নিতে পারবেন।

 

Check Also

চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুর

শেরপুর নিউজ ডেস্ক: বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × one =

Contact Us