শেরপুর নিউজ ডেস্ক: বগুড়ার শেরপুর উপজেলার শাহ্ বন্দেগী ইউনিয়ন আওয়ামী লীগ উদ্যেগে এক কর্মীসভা ১০ অক্টোবর বিকালে শেরুয়া বটতলা বাজার চত্বরে অনুষ্ঠিত হয়। কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্য দেন,শেরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডঃ গোলাম ফারুক, প্রধান বক্তার বক্তব্য দেন,শেরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ।
শাহ্ বন্দেগী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হান্নান আকন্দের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন,শেরপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব শাহ্ জামাল সিরাজী,যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম শাহীন,দপ্তর সম্পাদক রবিউল হাসান বাবু,তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক অধ্যাপক মেহেদী হাসান, সদস্য আলহাজ্ব বশির উদ্দিন বিশ্বাস, ডাঃ আব্দুল হামিদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, শাহ্ বন্দেগী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি সিরাজুল ইসলাম, আওয়ামী লীগ নেতা শাহাদাত হোসেন, শেরপুর উপজেলা কৃষক লীগের সভাপতি এম এ মালেক, উপজেলা ছাত্র লীগের সভাপতি হুমায়ন কবির ড্যানি প্রমুখ। কর্মী সভা পরিচালনা করেন, শাহ্ বন্দেগী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব জাকারিয়া হোসেন জুয়েল।
Check Also
শেরপুরে দিনব্যাপী বামিহাল সাহিত্য উৎসব
শেরপুর নিউজ ডেস্ক: বগুড়ার শেরপুর উপজেলার বিশালপুর ইউনিয়নের বামিহাল গ্রামে বামিহাল সাহিত্য উৎসব অনুষ্ঠিত হয়েছে। …