সর্বশেষ সংবাদ
Home / বগুড়ার খবর / শেরপুর / শেরপুরে বিরল প্রজাতির হুদহুদ পাখি উদ্ধার

শেরপুরে বিরল প্রজাতির হুদহুদ পাখি উদ্ধার

শেরপুর নিউজ ডেস্ক: বগুড়ার শেরপুরে বিরল প্রজাতির একটি হুদহুদ পাখি উদ্ধার হয়েছে। বুধবার (১১ অক্টোবর) দুপুরের পর উপজেলার সীমাবাড়ী ইউনিয়নের কালিয়াকৈর গ্রামের ফসলি মাঠে অসুস্থ অবস্থায় মাটিতে হাটাহাটি করছিল। একপর্যায়ে ওই গ্রামের জামাই আব্দুল কাদের সেখের চোখে বিষয়টি ধরা পড়ে। তিনি পাখিটির কাছে গেলেও উড়তে চেষ্টা করেও পারছিল না। এমন অবস্থা দেখে নান্দনিক ওই হুদহুদ পাখিটিকে ধরেন জামাই আব্দুল কাদের সেখ। সেইসঙ্গে জীববৈচিত্য ও প্রকৃতি সংরক্ষণ কাজে নিয়োজিত স্বেচ্ছাসেবী বেসরকারি সংগঠন স্বাধীন জীবন-এর কর্মীদের খবর দেন। পরে সংগঠনটির নির্বাহী পরিচালক আব্দুর রাজ্জাক নাছিমসহ তার সংগঠনের কর্মীরা সেখানে গিয়ে পাখিটিকে হেফাজতে নেয়।

এসময় জানতে চাইলে স্বাধীন জীবনের নির্বাহী পরিচালক আব্দুর রাজ্জাক নাছিম বলেন, তারা পর্যবেক্ষণ করে বুঝতে পারেন, জমিতে কীটনাশক প্রয়োগের প্রভাবে ঐতিহাসিক এই পাখিটি ভিষণ দুর্বল হয়ে পড়ায় এমন অবস্থা হয়েছে। উদ্ধারের পর পাখিটিকে সেবা শুশ্রুষা দেওয়া হচ্ছে। সুস্থ ও স্বাভাবিক হলে পাখিটিকে অবমুক্ত করা হবে।

তিনি আরো বলেন, জমিতে যখন-ইচ্ছে তখনই নানা রকম কীটনাশক প্রয়োগ করা হয়। ফলে পরিবেশের ওপর বিরুপ প্রভাব পড়ছে। সেই ধ্বংস হচ্ছে জীববৈচিত্য ও প্রকৃতি। এই নান্দনিক পাখিটি এলাকায় কালেভদ্রে দেখা মেলে বলে মন্তব্য করেন।

নাছিম বলেন, পরিযায়ী ‘হুদহুদ’ পাখিটি নবী সোলায়মানের (আ:) সংবাদ সংগ্রহের মাধ্যম হিসেবে পবিত্র কোরআনের সুরা নামলে উল্লেখ রয়েছে। আরব দেশগুলোতে এই পাখি হুদহুদ নামে পরিচিত হলেও বাংলাদেশে এই পাখি ‘মোহনচূড়া’ হিসেবে পরিচিত। এছাড়া বেশ কয়েকটি দেশের জাতীয় পাখিও এটি।

সরেজমিনে গিয়ে দেখা যায়, পাখিটি বাদামি শরীর। ডানা ও লেজে সাদা ও কালো দাগ। কালচে দীঘল ঠোঁট কিছুটা বাঁকা। মাথায় সুন্দর হলদেটে ঝুঁটি। বাদামি পালকের মাথায় কালো রঙ। কিছুটা পরিচর্যার পরই বিরল প্রজাতির পাখিটি সুস্থ হয়ে উঠছে। জানা যায়, হুদহুদ পাখি বসবাসের জন্য মরুভূমি-লাগোয়া এলাকা পছন্দ তাদের। তবে নির্জন নদীর পাড়, আবাদি ও পতিত জমি, খোলা শুকনো মাঠেও বেশ বিচরণ করে ওই পাখি। ইতিহাসের পাখি হিসেবে পরিচিত হুদহুদ পাখি আকারে ছোট হয়। সর্বোচ্চ ২৫ থেকে ৩২ সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়। উত্তেজিত হলে ঝুঁটি প্রসারিত করে তারা। বিভিন্ন ফল ছাড়াও কাস্তের মতো বাঁকা কালচে ঠোঁঠ মাঠের গর্তে ঢুকিয়ে় পোকামাকড় বের করে খায়। তাই ক্ষতিকর পোকামাকড় খেয়ে ফেলে বলে ফসলের জন্য উপকারী পাখি মনে করা হয় হুদহুদকে। এই পাখির প্রজনন মৌসুম মার্চ থেকে জুন। বাসা বানিয়ে ডিম দেয়় ৪-৫টি। স্ত্রী পাখির ডিমে ১৮-২০ দিন তা দিযে বাচ্চা ফোটায় বলে জানা যায় বিভিন্ন গ্রন্থে পাওয়া যায়।

Check Also

শেরপুরে দিনব্যাপী বামিহাল সাহিত্য উৎসব

শেরপুর নিউজ ডেস্ক: বগুড়ার শেরপুর উপজেলার বিশালপুর ইউনিয়নের বামিহাল গ্রামে বামিহাল সাহিত্য উৎসব অনুষ্ঠিত হয়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × 2 =

Contact Us