শেরপুর নিউজ ডেস্ক: বগুড়ায় শিশু ধর্ষণ মামলার পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। বুধবার (১১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে র্যাব-১২ বগুড়ার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা জানান র্যাব-১২ বগুড়ার কোম্পানী কমান্ডার পুলিশ সুপার মীর মনির হোসেন।
এর আগে মঙ্গলবার রাত ৯ টার দিকে লালমনিরহাটের পাটগ্রাম এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তির নাম ওমর আলী(৫৮)। চাতাল শ্রমিক ওমর শেরপুর উপজেলার খন্দকারটোলা এলাকার মৃত হযরত আলীর ছেলে।
শিশুর পরিবারের বরাতে তিনি বলেন, একটি চাতালে শিশুটি খেলা করছিল। পাশের আরেকটি চাতালে কাজ করেন ওমর আলী। গত ৯ অক্টোবর দুপুর ১২টার দিকে বিস্কুট খাওয়ানোর লোভ দেখিয়ে শিশুটিকে বাড়ি নিয়ে যান তিনি। এ সময় বাড়িতে কেউ ছিল না। পরে শিশুটিকে ধর্ষণ করে। অসুস্থ অবস্থায় শিশুটি বাড়িতে গিয়ে তার মায়ের কাছে ঘটনাটি জানায়। পরে রক্তক্ষরণ শুরু হলে শিশুটিকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে শিশুর পরিবার থেকে ধর্ষণ মামলা দায়ের করলে র্যাব পলাতক আসামি ওমর আলীকে গ্রেপ্তারে অভিযান শুরু করে। পরে আজ লালমনিরহাটের পাটগ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও জানান, গ্রেপ্তার ওমর আলীকে শেরপুর থানায় হস্তান্তর করা হবে।