নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার নন্দীগ্রামে বিস্ফোরক মামলায় উপজেলা ছাত্রদল নেতা ফিরোজ আহমেদ শাকিলকে (২৫) কারাগারে প্রেরণ করেছে আদালত। সে পৌরসভা এলাকার মাঝগ্রামের গোলাম হোসেনের ছেলে এবং উপজেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক।
মঙ্গলবার সন্ধ্যায় থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. জামিরুল ইসলাম জানান, এর আগে সোমবার রাতে মাঝগ্রাম এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার আদালতের মাধ্যমে শাকিলকে জেলহাজতে পাঠানো হয়েছে।
জানা গেছে, গত ২০২১ সালের ১৮ মার্চ বিকেলে নন্দীগ্রামে বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে ছাত্রলীগ ও পুলিশের সঙ্গে যুবদল-ছাত্রদলের নেতাকর্মীদের সংঘর্ষ হয়। ওই ঘটনায় দায়েরকৃত মামলায় ছাত্রদল নেতা শাকিলকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে থানায় একাধিক নাশকতার মামলা রয়েছে।
Check Also
নন্দীগ্রামে মাদ্রাসার অফিস কক্ষের তালা ভেঙে চুরি
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ- বগুড়ার নন্দীগ্রামের মাদ্রাসার অফিস কক্ষের তালা ভেঙে ৩লক্ষ ৩০ হাজার টাকার মালামাল …