শেরপুর ডেস্ক: বগুড়ার শেরপুরে খন্দকার টোলা নিবাসী সাবেক সেনা সদস্য বীর মুক্তিযোদ্ধা খবির উদ্দিনের জানাজা এবং দাফন সম্পন্ন হয়েছে।
বীর মুক্তিযোদ্ধা খবির উদ্দিন (মুক্তিযোদ্ধা বিষয়ক সনদ পত্র নম্বর- ০১১০০০০২৯৯০) ধুনট উপজেলার শিমুলবাড়ী গ্র্রামের মৃত কলি মন্ডলের ছেলে। বুধবার দুপুর বারোটার দিকে খন্দকার টোলাস্থ তার নিজ বাড়িতে বার্ধক্য জনিত কারণে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। বুধবার বাদ আসর খন্দকার টোলা ঈদগাহ মাঠে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা সুলতানা।
শেরপুর থানার অফিসার ইনচার্জ বাবু কুমার সাহার নেতৃত্বে পুলিশ সদস্যরা তাকে গার্ড অফ অনার প্রদান করেন। তার প্রতি সম্মাননা জানান শেরপুর মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ খান বীর মুক্তিযোদ্ধা ওবায়দুর রহমান প্রমুখ। জানাজা শেষে পৌর কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।