শেরপুর নিউজ ডেস্ক: বগুড়া জেলা প্রশাসক মো: সাইফুল ইসলাম উপজেলা পর্যায়ে নিত্যপন্যের বাজার নিয়ন্ত্রনে কাজ করার জন্য ইউএনও ও ওসিদের প্রতি আহবান জানিয়েছেন।
বগুড়ায় যাতে নিত্যপন্য সহনীয় পর্যায়ে থাকে, সরকার নির্ধারিত দামে পন্য বিক্রি হয় সে বিষয়ে ব্যবসায়ীদের সহযোগিতা কামনা করেন, ব্যবসায়ীরা আছে বলেই ভোক্তারা ভালো আছেন। ব্যবসায়ীদের অযথা হয়রানী করা হবেনা বলেও তিনি জানান।
বৃহস্পতিবার (১২ অক্টোবর) বেলা সাড়ে ১১ টায় বগুড়া জেলা প্রশাসনের আয়োজনে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি এবং সিন্ডিকেটের মাধ্যমে যাতে পন্যের কৃতিম সংকট সৃষ্টি করতে না পেরে সে লক্ষ্যে বিশেষ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতির বক্তব্যে কথাগুলো বলেন জেলা প্রশাসক। এসময় অতি: পুলিশ সুপার মোতাহার হোসেন, অতি: জেলা প্রশাসক মোহাম্মদ আল মারুফ, কৃষি সম্প্রসারন অধিদপ্তর বগুড়ার উপপরিচালক মতলুবর রহমান, কোল্ড ষ্টোরেজ এসোসিয়েশন সভাপতি ড. হোসনে আরা বেগম, বগুড়া প্রেসক্লাবের সভাপতি মাহমুদুল আলম নয়ন, ব্যবসায়ী নেতা আলহাজ¦ আবুল কালাম আজাদ, পরিমল প্রসাদ রাজ, বিভিন্ন বাজার কমিটি, বিভিন্ন ব্যবসায়ী সংগঠনসহ ১২ উপজেলার নির্বাহি কর্মকর্তা, ওসিবৃন্দ উপস্থিত ছিলেন।