শেরপুর ডেস্ক: বগুড়ার শেরপুর উপজেলায় নিজ শয়ন ঘরে আগুনে পুরে বদিজজ্জামান বদি (৫০) নামের একজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১২ অক্টোবর) ভোর রাতে সুঘাট ইউনিয়নের চকপাহাড়ী গ্রামে এ ঘটনাটি ঘটে। বদিউজ্জামান ওই গ্রামের মৃত মোকছেদ আলীর ছেলে।
জানা যায়, প্রতিদিনের ন্যায় গত বুধরবার রাতে খাবার খেয়ে নিজ ঘরে কয়েল জালিয়ে সে ঘুমিয়ে পরে। পরিবারের অন্য সদস্যরা অপর আরেকটি ঘরে ঘুমিয়ে পড়ে । ভোর চারটার দিকে কয়েলের আগুন থেকে আগুনের সুত্রপাত হয়ে ঘরে আগুন জ্বলতে থাকে। অন্য ঘরে থাকা পরিবারের সদস্যরা আগুন জ¦লতে দেখে চিৎকার শুরু করে। ঘরের ভিতর থাকা বদিউজ্জামান ঘর থেকে বেড় হতে না পাড়ায় অগ্নিদগ্ধ হয়ে মারা যান।
খবর পেয়ে সুঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান জিন্না ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্থদের সহযোগিতা করার আশ্বাস দেন। এ বিষয়ে জানতে চাইলে শেরপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা নাদির হোসেন জানান,খবর পেয়ে দ্রæত ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতা নিয়ে আগুন নিয়ন্ত্রনে আনি। তিনি বলেন ঘরের ভিতর থাকা বদিউজ্জামান নামে একজন বের হতে না পারায় আগুনে পুড়ে তার মৃত্যু হয়েছে। কয়েলের আগুন থেকে এই অগ্নিকান্ডের সুত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে । অগ্নিকান্ডে প্রায় ২ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।