ষ্টাফ রির্পোটার: বগুড়ার শেরপুর উপজেলার জামুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ে ১২ অক্টোবর বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা বগুড়া জেলা শাখার উদ্যোগে ১৫ আগষ্টের ১০০ মিনিট গ্রন্থপাঠ ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১২ অক্টোবর) দুপুরে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি জননেতা আলহাজ্ব মজিবর রহমান মজনু।
বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা জেলা শাখার সভাপতি গৌতম কুমার দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র জেলা তথ্য অফিসার মুহঃ মাহফুজার রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ,উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব শাহ জামাল সিরাজী, সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক আলহাজ্ব মুন্সী সাইফুল বারী ডাবলু, জামুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ছাইফুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি হুমায়ুন কবির ড্যানি, সাধারণ সম্পাদক সাকায়েত জামান নেহাল প্রমুখ।
Check Also
শেরপুরে দিনব্যাপী বামিহাল সাহিত্য উৎসব
শেরপুর নিউজ ডেস্ক: বগুড়ার শেরপুর উপজেলার বিশালপুর ইউনিয়নের বামিহাল গ্রামে বামিহাল সাহিত্য উৎসব অনুষ্ঠিত হয়েছে। …