সংবাদদাতা: বগুড়ার ধুনট থানার গোপালনগর ইউনিয়নের পিপুল বাড়িয়া থেকে (মাটিকাটা হয়ে) বলারবাড়ী গ্রামে যাওয়ার পথে একটি ব্রীজ না থাকায় শতশত মানুষকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। বর্ষাকালে মানুষ নিজেদের উদ্যোগে বাঁশের সাঁকো তৈরী করে সেই সাঁকো দিয়ে অনেক ঝুঁকি নিয়ে পারপার হতে বাধ্য হচ্ছে। বলারবাড়ী গ্রামে যাওয়ার পথে কোন ব্রীজ না থাকায় শত মানুষের দু:খ। এলাকার বিশিষ্ট সমাজসেবক মো: রবিউল শেখ বলেন গ্রামবাসির অনেক দিনের স্বপ্ন তারা এই বিলের উপর একটি ব্রীজ পাবে কিন্তু এখনো সেটা হয়নি। গ্রামবাসীর অনেকদিনের দাবি ইউপি চেয়ারম্যান সহ সংশ্লিষ্ট কর্র্তৃপক্ষ এই গ্রামের শতশত মানুষের কষ্ট লাঘবের জন্য উল্লেখিত স্থানে একটি ব্রীজ নির্মান করবেন। এটা এখন শুধু বলারবাড়ী গ্রামের লোকজনের দাবি নয় এটা পুরো গোপালনগর ইউনিয়ন বাসীর দাবি।🙏🙏
Check Also
ধুনটে ছিনতাইয়ের প্রস্তুতিকালে বার্মিজ চাকুসহ দুইজন গ্রেপ্তার
ধুনট (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার ধুনটে ছিনতাইয়ের প্রস্তুতিকালে তিনিটি বার্মিজ চাকুসহ একাধিক মাদক মামলার দুই আসামীকে …