সর্বশেষ সংবাদ
Home / বগুড়ার খবর / বগুড়া সদর / বগুড়ায় ইসরাইল বিরোধী বিক্ষোভ মিছিল

বগুড়ায় ইসরাইল বিরোধী বিক্ষোভ মিছিল

শেরপুর নিউজ ডেস্ক: ফিলিস্তিনিদের উপর ইসরাইলের বর্বর হামলার প্রতিবাদে বগুড়ায় বিক্ষোভ মিছিল করেছে মুসল্লীরা। শুক্রবার (১৩ অক্টোবর) জুম্মার নামাজের পর হাজার হাজার মুসল্লি মুসজিদ থেকে বেরিয়ে ইসরাইল বিরোধী বিক্ষোভে অংশ নেয়। বায়তুর রহমান সেন্ট্রাল জামে মসজিদের সামনে থেকে ওলামা-মাশায়েখ পরিষদ বগুড়া’র বিক্ষোভ মিছিল শুরু হয়ে মিছিলটি জিরো পয়েন্ট সাতমাথার উপর দিয়ে কবি নজরুল ইসলাম সড়ক মাড়িয়ে থানা মোড় হয়ে আবারও সাতমাথার উপর দিয়ে বায়তুর রহমান সেন্ট্রাল হামে মসজিদের সামনে গিয়ে শেষ হয়।

মিছিল শেষে ওলামা-মাশায়েখ পরিষদের সভাপতি আলহাজ্ব মাওলানা আলমগীর হোসাইনের সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন কাহালু উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জননেতা অধ্যক্ষ মাওলানা তায়েব আলী, বিশিষ্ট আলেম মাওলানা আব্দুল হালিম বেগ, মাওলানা আব্দুল হাকিম, মাওলানা মমতাজ উদ্দিন, সোনাতলা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এনামুল হক, মাওলানা আব্দুল বাসেত, মাওলানা হেদাইতুল ইসলাম, মাওলানা মিজানুর রহমান, মাওলানা আল-আমিন।

সমাবেশে বক্তারা বলেন, “ইহুদীবাদী ইসরাইল যুগযুগ ধরে ফিলিস্তিনি মুসলমানদের উপর জুলুম-নির্যাতন করে আসছে। হাজার হাজার নিরপরাধ ফিলিস্তিনি নারী ও শিশুকে হত্যা করেছে। যুগযুগ ধরে জুলুম-নির্যাতন সহ্য করে অবশেষে ফিলিস্তিনি মুসলমানরা যখন রুখে দাঁড়িয়েছে, ঠিক তখনি নিরপরাধ মুসলানদের ওপর বৃষ্টির মত বোমা বর্ষন করছে ইসরাইলী সেনারা। এমন অবস্থায় সারা দুনিয়ার মুসলমানদের মত বাংলাদেশের মুসলমানেরাও চুপ থাকতে পারেনা। আমরা এই বিক্ষোভের মাধ্যমে ইহুদীবাদী ইসরাইল এবং তাদের দোসরদের হুশিয়ার করে দিতে চাই- ফিলিস্তিনি মুসলমানদের উপর হামলা অব্যাহত থাকলে বিশ্বের মুসলমানরা ঘরে বসে থাকবেনা। দুনিয়ার সকল মুসলমানদেরকে এক্যবদ্ধ হয়ে ইসরাইলী হামলা মোকাবেলার আহ্বান জানান।

Check Also

বগুড়ায় ৪ আগস্ট নিহত রিপনের মরদেহ কবর থেকে উত্তোলন

শেরপুর নিউজ ডেস্ক: বগুড়ায় ছাত্র-জনতার আন্দোলনে নিহত রিপন ফকিরের মরদেহ কবর থেকে উত্তোলন করা হয়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 + 5 =

Contact Us