সর্বশেষ সংবাদ
Home / খেলাধুলা / নিউজিল্যান্ডের বিপক্ষেও হারলো টাইগাররা

নিউজিল্যান্ডের বিপক্ষেও হারলো টাইগাররা

শেরপুর নিউজ ডেস্ক: আফগানিস্তানের বিপক্ষে ব্যাটে বলে দারুণ পারফর্মেন্স দেখিয়ে ভারত বিশ্বকাপে ভালো কিছুর আশা জাগায় টাইগাররা। তবে, এরপরের ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষেই হয় ছন্দ পতন।

শুক্রবার (১৩ অক্টোবর) নিজেদের তৃতীয় ম্যাচে নিউল্যান্ডের বিপক্ষে ৮ উইকেটে হেরেছে সাকিব আল হাসানরা।

চেনাইয়ের এম এ চিদাম্বরণ স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ইনিংসের শুরুতেই ব্যাটিং বিপর্যয়ের পর সাকিব-মুশফিকের ৯৬ রানের জুটিতে সম্মানজনক স্কোর দাঁড় করায় টাইগাররা। শেষ পর্যন্ত বাংলাদেশ নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৪৫ রান সংগ্রহ করে। ২৪৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে অধিনায়ক কেইন উইলিয়ামসনের ৭৮ এবং ড্যারেল মিচেলের ৮৯ রানের ইনিংসের সুবাদে ৮ উইকেট জয় নিয়ে মাঠ ছাড়ে কিউইরা।

টাইগারদের দেয়া ২৪৬ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে প্রথমেই মোস্তাফিজুর রহমানের বলে উইকেট রক্ষক মুশফিকুর রহিমের হাতে ধরা পড়ে সাজঘরে ফেরেন অন-ফর্ম রাচিন রবীন্দ্র। দলীয় ১২ রানে প্রথম উইকেটের পতন হয় নিউজিল্যান্ডের। এরপর আরেক ওপেনার ডেভন কনওয়েকে সাথে নিয়ে প্রাথমিক বিপর্যয় সামলে নেন ইনজুরি থেকে ফিরে এবারের বিশ্বকাপে প্রথম ম্যাচ খেলতে নামা কেন উইলিয়ামসন। দুইজনই টাইগার বোলারদের দেখে শুনে খেলতে থাকেন।

তবে, দলীয় ৯২ রানের মাথায় বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসানের বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে বিদায় নেন কনওয়ে। সাজঘরে ফেরার আগে তিনি খেলেন ৫৯ বলে ৪৫ রানের ইনিংস। বাংলাদেশ ব্রেক থ্রো পেলেও ম্যাচের লাগাম ঠিকই ধরে রাখে নিউজিল্যান্ড। অপর প্রান্তে থাকা কেন উইলিয়ামসন ঠিকই নিজের সাবলিল খেলা চালিয়ে যান। চার নাম্বারে ব্যাট করতে নামা ড্যারিল মিচলের সাথে জুটি গড়ে তোলেন উইলিয়ামসন। এ জুটির ওপর ভর করে জয়ের সুবাতাস পেতে থাকে কিউইরা। উইলিয়ামসন তুলে নেন ক্যারিয়ারের ৪৪তম ওয়ানডে হাফ সেঞ্চুরি।

এরপর মিচেলও অর্ধশতক ছুতে বেশি দেরি করেননি। তুলে নেন ক্যারিয়ারের তৃতীয় অর্ধ-শতক। শেষ পর্যন্ত এ জুটির ভাঙ্গতে পারেনি টাইগার বোলাররা। তবে, ৩৯তম ওভারে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন উইলিয়ামসন। এরপর মিচেল ও গ্লেন ফিলিপস বাকি কাজ সেরে ফেলেন। ফলে ৪৩ বল ও ৮ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌছে যায় নিউজিল্যান্ড। মিচেল ৮৯ রানে ও ফিলিপস ১৬ রান করে অপরাজিত থাকেন।

বাংলাদেশের হয়ে বল হাতে উল্লেখযোগ্য পারর্ফমেন্স করতে পারেনি কেউই। সাকিব ও মোস্তফিজ নিয়েছেন ১টি করে উইকেট। এবারের আসরে তিন ম্যাচে তিনটিই জিতে পয়েন্ট টেবিলের ১ নম্বরে নিউজিল্যান্ড।

এর আগে, টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় টাইগাররা। ইনিংসের প্রথম বলেই ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন আগের ম্যাচে ৬৬ বলে ৭৬ রান করা টাইগার সহ-অধিনায়ক লিটন কুমার দাস। লিটনের বিদায়ের পর তিনে নামা মেহেদি মিরাজকে নিয়ে ভালোই এগোচ্ছিলেন তরুন তানজিদ হাসান তামিম। ট্রেন্ট বোল্ট কে ডাউন দ্য গ্রাউন্ডে লং অফে একটি চারও মারেন তিনি। কিন্তু ৭.৬ বলে লকি ফার্গুসনের বলে ফ্লিক করতে গিয়ে কনওয়ের হাতে ক্যাচ দিয়ে বসেন তিনি। ১৭ বলে ১৬ রান করা তামিমের সবগুলো রানই আসে বাউন্ডারি থেকে।

এরপর দলীয় ৫৬ রানের মাথায় পরপর দুই ওভারে ফিরে যান মিরাজ ও শান্তও। লকি ফার্গুসনের বলে হেনরির হাতে ক্যাচ দেয়ার আগে করেন ৪ চারে ৩০ রান। শান্ত ৭ রান করে ফেরেন গ্লেন ফিলিপসের বলে। ৫৬ রানে চার উইকেট হারিয়ে বিপদে পড়া টাইগারদের খাদের কিনারা থেকে টেনে তুলেন সাকিব-মুশফিক জুটি। তাদের ৯৬ রানের পার্টনারশিপ ভাঙ্গেন ফার্গুসনই।

লাথামের হাতে ক্যাচ দেয়ার আগে ৫১ বলে সাকিব ৩ চার ও ২ ছয়ে করেন ৪০ রান। এরপর দলীয় ১৭৫ রানে ফিরে যান মুশফিকও। ৭৫ বলে ৬ চার ও ২ ছয়ে মুশফিক করেন ৬৬ রান। বোল্টের বলে ক্যাচ দিয়ে হৃদয় ফেরেন ১৩ রান করে। দুটি ছয় হাঁকিয়ে ১৯ বলে ১৭ রান করে তাসকিন। শেষ দিকে মাহমুদউল্লাহর ইনিংসে ভর করে ২৪৫ রান তোলে টাইগাররা। কিউইদের হয়ে লোকি ফার্গুসন শিকার করেন ৩টি উইকেট।

নিউজিল্যান্ডের পরবর্তী ম্যাচ আগামী ১৮ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে। অন্যদিকে ১৯ সেপ্টেম্বর ভারতের মুখোমুখি হবে সাকিব আল হাসানরা।

Check Also

সেঞ্চুরির হ্যাটট্রিকে বিশ্বরেকর্ড তিলকের

শেরপুর নিউজ ডেস্ক: টি-টোয়েন্টিতে একটি সেঞ্চুরি পেতেই যেখানে দফারফা একজন ব্যাটারের, সেখানে টানা তিন ম্যাচে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 + 5 =

Contact Us