Home / খেলাধুলা / ভারতের কাছে পাত্তাই পেল না পাকিস্তান

ভারতের কাছে পাত্তাই পেল না পাকিস্তান

 

শেরপুর ডেস্ক: বিশ্বকাপের সবথেকে হাইভোল্টেজ ম্যাচটিতে আজ পাকিস্তানের ওপর একচেটিয়া আধিপত্য দেখিয়েছে ভারত। বোলাররা যেমন চেপে ধরেছে পাকিস্তানিদের, সমানতালে ব্যাট চালিয়েছে ভারতীয় ব্যাটাররাও। রোহিত শর্মার ঝড়ে ৭ উইকেটের বড় জয় পেয়েছে স্বাগতিক ভারত। পাকিস্তানের বিপক্ষে পঞ্চাশ ওভারের বিশ্বকাপে টানা আট জয়ের রেকর্ড গড়েছে। চলতি আসরে টানা তিন জয়ে শেষ চারের পথও অনেকটা এগিয়ে নিয়েছে।

খরা কাটিয়ে লক্ষাধিক দর্শকের উপস্থিতিতে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শনিবার টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। আহমেদাবাদে সন্ধ্যার শিশিরের প্রভাবে পরে বোলিংয়ের ঝুঁকি নেননি তিনি।
ব্যাট করতে নেমে পাকিস্তান অবশ্য ভালো শুরু পেয়েছিল। ওপেনার আব্দুল্লাহ শফিক (২০) ও ইমাম উল ৪১ রানের জুটি দেন। পরে ইমাম উল ফিরে যান ৩৬ রান করে। তৃতীয় উইকেটে ৭৮ রান যোগ করেন বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান। পাকিস্তানের অধিনায়ক খেলেন ৫০ রানের ইনিংস।
তিনি দলের ১৫৫ রানে আউট হন। তৃতীয় উইকেট হারায় পাকিস্তান। সেখান থেকে ৩৬ রান তুলতেই পরের সাত ব্যাটার সাজঘরে ফিরে যান। সৌদ শাকিল (৬), মোহাম্মদ ইফতিখার (৪) ও শাদাব খান (২) ব্যর্থ হন। ভরসা দেওয়া রিজওয়ান ফিরে যান ৪৯ রান করে। পাকিস্তান ৪২.৫ ওভারে ১৯১ রানে অলআউট হয়ে যায়।

জবাব দিতে নেমে ২৩ রানে প্রথম ধাক্কা খায় ভারত। ডেঙ্গু জ্বর থেকে উঠে মাঠে ফেরা শুভমন গিল ১৬ রান করে আউট হন। অন্য প্রান্তে রোহিত শর্মা ঝড়ো ব্যাটিং করলেও বিরাট কোহলি ফিরে যান ১৬ রান যোগ করে। তবে অধিনায়ক রোহিতই ম্যাচ ভারতের হাতে এনে দিয়ে আউট হন। তিনি খেলেন ৬৩ বলে ৮৬ রানের বিধ্বংসী ইনিংস। ছয়টি করে চার ও ছক্কা মারেন ‘হিটম্যান’ খ্যাত এই ওপেনার। পরে শ্রেয়াস আয়ার ৫৩ রানের হার না মানা ইনিংস খেলে দলকে ৩১ ওভারেই জয় এনে দেন।
ভারতের হয়ে এই ম্যাচে তিন পেসার জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সিরাজ ও হার্ডিক পান্ডিয়া দুটি করে উইকেট নিয়েছেন। বাঁ-হাতি লেগ স্পিনার কুলদীপ যাদব ও বাঁ-হাতি আর্ম বলার হার্ডিক পান্ডিয়া নিয়েছেন দুটি করে উইকেট।
আফগানিস্তানের বিপক্ষে সেঞ্চুরি করা রোহিত শর্মা অল্পের জন্য সেঞ্চুরি মিস করায় ম্যাচ সেরা হয়েছেন আগুনে বোলিং করা বুমরাহ।
এদিকে পাকিস্তানের বোলারদের ভেতর শাহিন শাহ আফ্রিদি ২টি উইকেট নিয়েছেন আর হাসান আলী ১টি উইকেট পেয়েছেন।

Check Also

বক্সিং শেষে কতো টাকা পেলেন টাইসন-পল

শেরপুর নিউজ ডেস্ক: কিংবদন্তী বক্সার মাইক টাইসন। তবে বয়সের ভারে কিছুটা নুয়ে পড়েছেন ৫৮ বছর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 − two =

Contact Us