শেরপুর ডেস্ক: বগুড়া জেলা এডভোকেস্ বার সমিতির ২০২৪ সালের কার্যকরী পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৩টি পদে নির্বাচনী তফশিল ঘোষণা করা হয়েছে। আগামী ২৪ নভেম্বর শুক্রবার এই নির্বচনের ভোট গ্রহণ করা হবে।
বার সমিতির নির্বাচনে ঘোষিত তফশিল অনুযায়ী আগামী ১৯ অক্টোবর খসড়া ভোটার তালিকা প্রকাশ, ২২ অক্টোবর ভোটার তালিকা সম্পর্কে আপত্তি দাখিল, ২৩ অক্টোবর আপত্তি শুনানী, ২৬ অক্টোবর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, ২৯ অক্টোবর মনোনয়নপত্র বিতরণ, ৩০ অক্টোবর মনোনয়নপত্র দাখিল, ৩১ অক্টোবর মনোনয়নপত্র বাছাই ও প্রার্থীদের তালিকা প্রকাশ, ১ নভেম্বর মনোনয়ন পত্রের বিরুদ্ধে আপত্তি দাখিল/গ্রহণ, ২ নভেম্বর মনোনয়নপত্রের বিরুদ্ধে দাখিলকৃত আপত্তি শুনানী, ৫ নভেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ, ৬ নভেম্বর প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ এবং ২৪ নভেম্বর শুক্রবার সমিতির গওহর আলী ভবনে সকাল ৭ টা হতে দুপুর ১ টা পর্যন্ত ভোটারদের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।