Home / বগুড়ার খবর / শেরপুর / শেরপুরে ৯৪ টি মন্ডপে এবার শারদীয় দুর্গাপূজার আয়োজন

শেরপুরে ৯৪ টি মন্ডপে এবার শারদীয় দুর্গাপূজার আয়োজন

শেরপুর ডেস্ক: বগুড়ার শেরপুরে এবার বেড়েছে পূজা মন্ডপ, চলছে শেষ মুর্হুতের প্রস্তুতি। বিগত বছরে ৮৭ টি মন্ডপে শারদীয় দুর্গাপূজা হলেও এবছর সাতটি বেড়ে মোট ৯৪ টি মন্ডপে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার আয়োজন করা হয়েছে। এ উপলক্ষ্যে প্রতিটি পূজা মন্ডপে চলছে শেষ মুর্হুতের প্রস্তুতি। আগামি ২০ (অক্টোবর) শুরু হতে যাওয়া পূজাকে ঘিরে মন্ডপগুলোতে মা দুর্গার প্রতিমা তৈরীতে ব্যস্ত সময় পার করছেন শিল্পীরা। যেন দম ফেলার ফুরসত নেই। এখন প্রতিমাতে পড়ছে ভাস্করের রং তুলির শেষ আঁচড়। পাশাপাশি চলছে সাজসজ্জার কাজ। দেবী মা দুর্গা। বিদ্যার দেবী স্বরস্বতী। ধন সম্পদের দেবী লক্ষী। সঙ্গে দেবতা কার্তিক, গনেশসহ দেব-দেবীর পুরো অবয়ব ফুঠে তোলায় ব্যস্ত তারা। এদিকে এই উৎসবে নানামুখি শঙ্কা থাকায় পূজায় নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে আইন শৃঙ্খলাবাহিনীর পক্ষ থেকে। উপজেলা প্রশাসন ও পুলিশ বিভাগের পক্ষ থেকে দুর্গোৎসবকে সফল করতে দফায় দফায় বৈঠক করছেন আয়োজকদের সঙ্গে।
হিন্দু ধর্মাবলম্বী ভক্তরা জানান, এবার মা দুর্গা ঘোড়ায় চড়ে আসবেন এবং ঘোড়ায় চড়েই যাবেন। এটি সমাজে বিশৃঙ্খলার ইঙ্গিত দেয়। তবে সমস্ত অপশক্তির বিনাশ ঘটিয়ে শুভশক্তির বিজয় ঘটবে। সুখ-সমৃদ্ধিতে ভরে উঠবে দেশ-এমনটাই প্রত্যাশা করেন তারা।
জানাযায় শেরপুর উপজেলার ৯৪ টি মন্ডপের সবগুলোতেই প্রতিমা স্থাপন চলছে। সবার ওপরে মা দুর্গা। আর সেই মাকে ঘিরে যতসব আয়োজন। মায়ের ঠিক পায়ের নিচে মহিষ ও সিংহ। ডান পাশে লক্ষী এবং গণেশ। আর মায়ের বাম পাশে স্থান করে দাঁড়িয়ে আছে স্বরস্বতী, কার্তিক ও অসুর। জমকালো সেই আয়োজনের যেন কমতি নেই। দেশের অন্য স্থানের ন্যায় এই উপজেলাতেও চলছে ব্যাপক প্রস্তুতি। মন্ডপে মন্ডপে চলছে প্রতিমা তৈরীর পাশাপাশি পূজা মন্ডপগুলো রং বেরংয়ের কাপড়ে মুড়িয়ে দেওয়ার কাজও পুরোদমে এগিয়ে চলছে। এসময় কথা হয় প্রতিমা শিল্পী রামচন্দ্র রাজবংশীর সঙ্গে। তিনি জানান, দুর্গাপূজার বোধনের মাধ্যমে শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা শুরু হবে। সেই দিনটি আসতে আর মাত্র কয়েকটি দিন বাকি। এরপরই শুরু হবে হিন্দু ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় এই উৎসব। মন্ডপে মন্ডপে বেজে উঠবে ঢাক আর ঢোলের শব্দ। তাই প্রতিমার সৌন্দর্য আর চাকচিক্য বাড়াতে এই উপজেলার সর্বত্র চলছে শেষ সময়ের কর্মযজ্ঞ।
উপজেলা পুজা উদযাপন পরিষদ সূত্রে জানা গেছে, এই উপজেলায় এবার ৯৪ টি মন্ডপে দুর্গাপূজার আয়োজন করা হয়েছে। এরমধ্যে শেরপুর পৌরসভায় ৩২টি, বিশালপুর ইউনিয়নে ১৫টি, সীমাবাড়ী ইউনিয়নে ১০টি, খানপুর ইউনিয়নে ৭টি, ভবানীপুরে ৬টি, সুঘাট ইউনিয়নে ৪টি, গাড়ীদহ ইউনিয়নে ৬টি, শাহবন্দেগী ইউনিয়নে ৫টি, মির্জাপুরে ৩টি, কুসুম্বীতে ৩টি ও খামারকান্দি ইউনিয়নে ৩টি পূজামন্ডপে শারদীয় দুর্গাপূজা উদযাপিত হবে।
উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নিমাই ঘোষ জানান, সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উৎসমুখরভাবে যেন পালিত হয় আমরা সেই চেষ্টা করছি। বিগত বছরের চেয়ে এবার পূজা মন্ডপ বেড়েছে। সুষ্ঠুভাবে সুন্দর পরিবেশে দুর্গাপূজা পালনের জন্য সবার সহযোগিতা কামনা করেন তিনি।

Check Also

শেরপুরের মহিপুরে অটোরিকশা গ্যারেজ আগুনে পুড়ে ছাই

শেরপুর নিউজ: বগুড়ার শেরপুরে দোকান ও গ্যারেজে আগুন লেগে চারটি ব্যাটারিচালিত ইজিবাইকসহ পুড়ে গেছে দোকানের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × 5 =

Contact Us