সর্বশেষ সংবাদ
Home / দেশের খবর / আমদানির ডিম আসবে চলতি সপ্তাহেই

আমদানির ডিম আসবে চলতি সপ্তাহেই

শেরপুর নিউজ ডেস্ক: তিন-চার দিনের মধ্যেই আমদানিকৃত ডিম দেশে আসবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। গতকাল রোববার রাজধানীর ধানমন্ডিতে টিসিবির ফ্যামিলি কার্ডধারীদের সাশ্রয়ী মূল্যে পণ্য বিপণনে অক্টোবরের কার্যক্রম উদ্বোধন শেষে তিনি এ কথা জানান।

বাণিজ্যমন্ত্রী বলেন, বর্তমান বাজার পরিস্থিতিতে সরবরাহ বৃদ্ধি ও দাম স্থিতিশীল রাখতে ১৫ কোটি ডিম আমদানির অনুমতি পেয়েছে ১৫ প্রতিষ্ঠান। এর মধ্যে এলসি খুলেছে ৭টি। আশা করা হচ্ছে, প্রথম চালান চলতি সপ্তাহে দেশে আসবে। তিনি জানান, চালানের জন্য কিছু শর্ত রয়েছে। রপ্তানিকারক দেশের সরকারের মাধ্যমে এভিয়েন ইনফ্লুয়েঞ্জা বা বার্ড ফ্লু ভাইরাস ও ক্ষতিকারক ব্যাকটেরিয়া মুক্ত মর্মে সনদ দাখিল করতে হবে। আগে ডিম আমদানি না হওয়ায় এই সনদ পেতে সময় লাগছে। তাই ডিম আসতে দেরি হচ্ছে।

১২ টাকায় ডিম বিক্রি শুরু আজ: রাজধানীতে সরকার নির্ধারিত মূল্য ১২ টাকায় সরাসরি ডিম বিক্রি শুরু হচ্ছে আজ সোমবার। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পৃষ্ঠপোষকতা এবং বিপিএর সহযোগিতায় রাজধানীর ২০ এলাকায় ট্রাকে দৈনিক ৬-৮ লাখ ডিম বিক্রি হবে। কারওয়ান বাজারে টিসিবি চত্বরে আজ এ কার্যক্রম উদ্বোধন হবে।

Check Also

চট্টগ্রামে আইনজীবী হত্যায় প্রধান উপদেষ্টার নিন্দা

শেরপুর নিউজ ডেস্ক: চট্টগ্রামে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × four =

Contact Us