শেরপুর নিউজ ডেস্ক: নূন্যতম ৫০ শতাংশ ভোট পড়লে তাকে গ্রহণযোগ্য নির্বাচন বলা যেতে পারে বলে মন্তব্য করেছেন ভারতের প্রধান নির্বাচন কমিশনার রাজিব কুমার। সোমবার (১৬ অক্টোবর) বিকেলে দিল্লিতে সফররত বাংলাদেশী সাংবাদিকদের প্রতিনিধি দলের সাথে মতবিনিময় শেষে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, ভারতের সবশেষ জাতীয় নির্বাচনেও ৬৭ শতাংশ ভোট গ্রহণ হয়েছে যা স্বচ্ছতার প্রমাণ রাখে । এ সময় বাংলাদেশে আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে পর্যবেক্ষণ তুলে ধরে বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন সুষ্ঠ ও অংশগ্রহণমূলক হবে এমন আশা করেন তিনি। এছাড়া যে কোন নির্বাচনের জন্য বড় চ্যালেঞ্জ বা হুমকি সোশাল মিডিয়া যেখানে দ্রুত ভুল তথ্য এবং আতঙ্ক ছড়িয়ে পরে বলেও মন্তব্য করেন তিনি।
বৈঠকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচী বলেন, ভারত সব সময় চায়, বাংলাদেশে গণতন্ত্র বজায় থাকুক। বাংলাদেশের গণতন্ত্রকে ভারত সব সময় সম্মান করে। যদিও বাংলাদেশের জাতীয় নির্বাচন কিভাবে হবে তা একান্তই বাংলাদেশের বিষয়। এ সময় দুই দেশের সম্পর্ক আরো স্থিতিশীল এবং বন্ধুত্বপূর্ণ করার বিষয়ে জোর দেয় ভারতের নির্বাচন কমিশন ও পররাষ্ট্র মন্ত্রণালয়।