সর্বশেষ সংবাদ
Home / রাজনীতি / আগামী ১০০ দিন দেশ পাহারায় রাখতে হবে: হাছান মাহমুদ

আগামী ১০০ দিন দেশ পাহারায় রাখতে হবে: হাছান মাহমুদ

শেরপুর নিউজ ডেস্ক: তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘তারা (বিএনপি) নৈরাজ্য করে দেশকে বিদেশিদের হাতে তুলে দিতে চায়। তাই আগামী ১০০ দিন দেশ পাহারায় রাখতে হবে।’

মঙ্গলবার (১৭ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত শহীদ শেখ রাসেলের জন্মবার্ষিকীর আলোচনা সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

হাছান মাহমুদ বলেন, ‘বিএনপি-জামায়াত নাশকতা করে বিদেশিদের হাতে দেশ তুলে দিতে চায়। বিশ্ব বেনিয়ারা শকুনের মতো তাকিয়ে আছে দেশ দখলের জন্য।’

নাশকতা করে সরকারকে হঠানো যাবে না মন্তব্য করে তিনি বলেন, ‘আগামী নির্বাচনেও আওয়ামী লীগ বিজয়ী হয়ে ক্ষমতায় আসবে। কোনোভাবেই বিএনপি ক্ষমতায় যেতে পারবে না।’

বিএনপি দেশ নিয়ে ষড়যন্ত্র শুরু করেছে উল্লেখ করে তিনি বলেন, ‘তারা ঘোলা পানিতে অন্যদের মাছ শিকার করতে দিতে চায়। তারা জীবনও ক্ষমতায় আসতে পারবে না।’ শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করে বিদেশিদের হাতে দেশকে তুলে দেওয়া বিএনপির উদ্দেশ্য বলে মন্তব্য করেন তিনি।

Check Also

নতুন রাজনৈতিক জোটের আত্মপ্রকাশ

শেরপুর নিউজ ডেস্ক: দেশে আরও একটি রাজনৈতিক জোটের আত্মপ্রকাশ ঘটেছে। ছাত্র-জনতার অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ২২ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 + fifteen =

Contact Us